Home National নববর্ষে ডাণ্ডা ছেড়ে  ত্রিশূল হাতে ঘুরছেন দিলীপ ঘোষ

নববর্ষে ডাণ্ডা ছেড়ে  ত্রিশূল হাতে ঘুরছেন দিলীপ ঘোষ

by Pallabi Sanyal
29 views
মহানগর ডেস্ক :  একের পর এক কাণ্ড ঘটিয়ে চলেছেন দিলীপ ঘোষ। বেলাগাম মন্তব্যেও যেন রাশ টানা যাচ্ছে না। কমিশনে নালিশ ঠুকেও তাকে দাবিয়ে রাখতে পারেনি তৃণমূল। নিজের মতোই আছেন সেই চেনা স্বভাবে। কয়েকদিন আগেও হাতে ডান্ডা নিয়ে ঘুরছিলেন নিজের লোকসভা কেন্দ্রে। এবার ডান্ডা ছেড়ে ত্রিশূল ধরলেন দিলীপ।
ত্রিশূল প্রসঙ্গে দিলীপ ঘোষের সাফ কথা, “আত্মরক্ষা নয় দেশ রক্ষা। সব রক্ষা হয়ে যাবে। ” প্রসঙ্গত, রবিবার সকালে বর্ধমানের আলামগঞ্জ এলাকার কল্পতরু মাঠে প্রাতঃভ্রমণে আসেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তারপর চা চক্র সেরে জনসংযোগ করেন। এরপর সোজা চলে যান মোটা শিবের মন্দিরে। শিবের পুজো দিয়ে হাতে ত্রিশূল তুলে নেন তিনি।
মন্দিরে পুজো দিয়ে দিলীপ ঘোষ বলেন, “বাবার কাছ থেকেই ত্রিশূল লাভ হল। যখনই পাপ ও অশুভ শক্তির প্রভাব বেড়েছে তখনই বাবা হাতে ত্রিশূল ধরেছেন। তাণ্ডব নৃত্য নেচেছেন। আমার কুলদেবতা মহাদেব। তার প্রেরণায় ত্রিশূল নিয়ে অভিযান করে স্বচ্ছ ভারত ও স্বচ্ছ রাজনীতি করতে চাই। ত্রিশূল তার প্রতীক। “

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved