Home National প্রাদেশিক ভাষাগুলিকে আরও শক্তিশালী করবে হিন্দি, মন্তব্য করে ফের বিতর্কে শাহ

প্রাদেশিক ভাষাগুলিকে আরও শক্তিশালী করবে হিন্দি, মন্তব্য করে ফের বিতর্কে শাহ

by Mahanagar Desk
2 views

মহানগর ডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হিন্দি দিবসের অনুষ্ঠানে নতুন করে ভাষা বিতর্কের জন্ম দিলেন। তাঁর বক্তব্য অনুযায়ী ,প্রাদেশিক ভাষাগুলিকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে হিন্দির গুরুত্ব অপরিসীম।নিজের এক্স হ্যান্ডেলে অমিত শাহ বৃহস্পতিবার হিন্দি দিবস উপলক্ষে এক ভিডিয়ো বার্তায় বলেন, ‘অন্য কোনও ভারতীয় ভাষার সঙ্গে হিন্দির প্রতিযোগিতা নেই। দেশের স্বাধীনতা আন্দোলনের কঠিন সময়ে গোটা দেশকে একজোট করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল হিন্দি।’

বিজেপির নেতারা হিন্দিকে জাতীয় ভাষা বলে দাবি করে এর আগে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন।নতুন করে বিতর্ক তৈরি হয়েছে এ বার অমিত শাহের এই বক্তব্য ঘিরেও।এই বক্তব্যের বিরোধিতা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের পুত্র উদয়নিধি স্ট্যালিন শাহের।উদয়নিধি নিজের এক্স হ্যান্ডেলে লেখে, ‘গোটা দেশের মাত্র চার পাঁচটি রাজ্যে হিন্দি প্রচলিত। অমিত শাহের এই বক্তব্য আসলে নতুন করে আঞ্চলিক ভাষার উপর হিন্দির দাদাগিরি চাপিয়ে দেওয়ার চেষ্টা।’

অমিত শাহ এ দিন ওই ভিডিয়ো বার্তায় বলেন, “স্বাধীনতা সংগ্রামে গোটা দেশের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিমের সমস্ত মানুষকে একজোট করার কাজটি সহজ হয়েছিল হিন্দি ভাষার সৌজন্যে।” তিনি দাবি করেছেন,”তারই স্বীকৃতি হিসেবে ১৯৪৯ সালে ১৪ সেপ্টেম্বর দেশের সংবিধানের রচয়িতারা হিন্দিকে সরকারি ভাষা হিসেবে মান্যতা দেন।”

অমিত শাহ ওই বার্তায় জানিয়েছেন ,হিন্দির পাশাপাশি ভারতবর্ষের বিপুল ভাষাবৈচিত্র্যের ঐতিহ্যকেও রক্ষা করা দরকার। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ১৯৪৯ সালের ১৪ সেপ্টেম্বরকে হিন্দি দিবস হিসেবে ঘোষণা করেছিলেন। সংবিধানে দেবনাগরী হরফে লেখা হিন্দি ভাষাকে দেশের সরকারি ভাষার স্বীকৃতিও দেওয়া হয়েছিল।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved