HomeBreaking Newsকরোনা প্রাণ কাড়ল অভিনেতার! দীর্ঘ লড়াই-এর পর শেষ নিশ্বাস ত্যাগ করলেন বিজয়কান্ত।

করোনা প্রাণ কাড়ল অভিনেতার! দীর্ঘ লড়াই-এর পর শেষ নিশ্বাস ত্যাগ করলেন বিজয়কান্ত।

- Advertisement -

মহানগর ডেস্ক: করোনা প্রাণ কাড়ল অভিনেতার! দীর্ঘ লড়াই-এর পর শেষ নিশ্বাস ত্যাগ করলেন বিজয়কান্ত। দীর্ঘদিন ধরে অসুস্থ। অসুস্থতার সাথে লড়াই করে বেঁচে থাকা। অবশেষে মৃত্যু। ২৮শে ডিসেম্বর শেষ নিশ্বাস ত্যাগ করলেন এই দক্ষিণী তারকা। শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে ২০ নভেম্বর ভর্তি হন হাসপাতালে। শেষ রক্ষা হল না। বছরের শেষে কোভিড কেড়ে নিল আরো একটি নক্ষত্র। মৃতুকালে বয়স হয়েছিল ৭১বছর। বৃহস্পতিবার সকালে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে প্রাণ রাখেন তিনি। সেখানেই তার কোভিড রিপোর্ট পজিটিভ আসে।

দেশিয়া মুরপোক্কু দ্রাবিড় কাজগাম-এর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে অত্যধিক শ্বাসকষ্টের জন্য তাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল।ধীরে ধীরে শারিরীক অবস্থার অবনতি হতে থাকে অভিনেতার। হাসপাতাল সূত্রে খবর অনেক চেষ্টা চালিয়েও শেষ রক্ষা হল না। বুধবার থেকেই প্রবল শ্বাসকষ্ট শুরু হয় অভিনেতার। অবশেষে বাড়ি ফেরা হল না তাঁর।

তিনি ছিলেন দেশিয়া মুরপোক্কু দ্রাবিড় কাজগাম(ডিএমডিকে)-এর প্রতিষ্ঠাতা। বিরুধাচলম এবং ঋষিভান্দিয়াম থেকে দুবার প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। বিধানসভার সদস্য হিসেবে নির্বাচিতও হন ওই এলাকা থেকে। রাজনীতির পাশাপাশি অভিনয় জগতেও তাঁর সফল কেরিয়ার। ১৫৪টি সিনেমায় অভিনয় করেছেন তিনি।বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন বিজয়কান্ত। দক্ষিণী সিনে দুনিয়ায় একজন প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব হিসেবেই খ্যাতি ছিল তার। অনেকদিন ধরেই ডায়াবেটিসে ভুগছিলেন রাজনীতিবিদ। ২০১৭ সালে আমেরিকা যান অঙ্গ প্রতিস্থাপনের জন্য। ২০২২ সালে চিকিৎসা চলাকালীন সময়ে তাঁর পায়ের একটি আঙ্গুল কেটে বাদ দেওয়া হয়।

শীতের শুরুতে করোনার বাড়বাড়ন্ত। জেরবার সাধারণ। ইতিমধ্যেই দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪ হাজার। দক্ষিণ ভারতে এর সক্রিয়তা লাগামছাড়া। স্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্কীকরণ এখন থেকে না সতর্ক হলে অতীতের স্মৃতি ফিরতে আর বেশি দিন লাগবে না।

Most Popular