HomeNationalWrong Facial treatment: হাইড্রা ফেসিয়াল করাতে গিয়ে আমূল বদলে গেল মুখের আদল!

Wrong Facial treatment: হাইড্রা ফেসিয়াল করাতে গিয়ে আমূল বদলে গেল মুখের আদল!

- Advertisement -

মহানগর ডেস্ক: যাকে বলে হিতে বিপরীত! ফেসিয়াল চিকিৎসা (Wrong Facial treatment) করতে গিয়ে মহিলার মুখের আদলটাই গেল পাল্টে। বরাবরের জন্য ক্ষতিগ্রস্ত হল মুখ। মুম্বইয়ের এক ক্লিনিকে হাইড্রা ফেসিয়াল করাতে মহিলাকে (Woman Suffered Permanent Injury) গুনে গুনে দিতে হয়েছিল সাড়ে সতেরো হাজার টাকা।

জানা গিয়েছে মুম্বইয়ের ওই মহিলা বাসিন্দা হাইড্রা ফেসিয়াল করাতে একটি নামী স্যালোনে গিয়েছিলেন। হাইড্রা ফেসিয়াল করার পর মুখে প্রচণ্ড জ্বালা শুরু হয়। মুখে বিশ্রি দাগ দেখা দেয়। এরপর তিনি এক চর্ম বিশেষজ্ঞের কাছে যান। চর্ম বিশেষজ্ঞ জানান ফেসিয়াল ম্যাসেজ করানোয় তাঁর মুখ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

চর্ম বিশেষজ্ঞদের মতে, হাইড্রা ফেসিয়াল হল যন্ত্রের সাহায্যে ধাপেধাপে এক ধরণের চিকিৎসা। এই প্রক্রিয়ায় মুখ পরিষ্কার করে চামড়ার ভেতরে থাকা ময়লা পরিষ্কার করে এবং বিভিন্ন ধরণের সিরাম দিয়ে মুখের ত্বককে শুষ্ক অবস্থা থেকে মুক্তি দেয়।

আমেরিকান সোসাইটি অব প্লাস্টিক সার্জনসের মতে, হাইড্রা ফেসিয়াল মাইক্রোডার্মাব্র্যেসনের মতোই একটি চিকিৎসা প্রক্রিয়া। যা মুখের ত্বককে ঘষার যন্ত্র দিয়ে চিকিৎসা করার পদ্ধতি। এই যন্ত্রের সাহায্যে মুখের মরা ত্বকের কোষ বার করে।

মুখের ত্বক পরিষ্কার করার পর ত্বককে সিরামের সাহায্যে শুষ্ক অবস্থা থেকে মুক্তি দেওয়া হয়। সমস্ত ধরণের ত্বকে এ ধরণের চিকিৎসা করা হয়ে থাকে। তবে তা ভুল ভাবে করা হলে মুখে ছোপ ছোপ দাগ তৈরি হয়। সান বার্ন ও প্রচণ্ড ব্রণ দেখা দেয়।

ত্বক বিশেষজ্ঞদের মতে, অন্তঃসত্ত্বাদের এ ধরণের চিকিৎসা করা উচিত নয়। কারণ স্যালিসাইলিক অ্যাসিডের মতো উপকরণগুলি অন্তঃসত্ত্বা থাকাকালীন ক্ষতিকর কিনা, তা পরীক্ষা করে দেখা হয়নি।

 

 

Most Popular