HomeKolkataচন্দ্রযানের সাফল্যে যুক্ত বঙ্গ বিজ্ঞানীদের সংবর্ধনা দিতে চান মুখ্যমন্ত্রী 

চন্দ্রযানের সাফল্যে যুক্ত বঙ্গ বিজ্ঞানীদের সংবর্ধনা দিতে চান মুখ্যমন্ত্রী 

- Advertisement -

নিজস্ব সংবাদদাতা : চন্দ্রযান ৩ চাঁদের মাটি ছুঁয়ে ইতিহাস রচনা করেছে। আর এই ইতিহাস তৈরির পিছনে আছে আমাদের বাঙালি বিজ্ঞানীদেরও পরিশ্রমও। এবার সেইসব বাঙালি বিজ্ঞানীদের সংবর্ধনা দিতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার ভূমিপুত্র বিজ্ঞানীদের তিনি চিঠি পাঠিয়ে তাঁদের কৃতিত্বের জন্য অভিনন্দন জানিয়েছেন। এমনকি মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর চেয়ারম্যান এস সোমনাথকেও চিঠি লিখেছেন তিনি। চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ডার বিক্রমের সফল অবতরণের জন্য ইসরোকে সংবর্ধিত করতে চান বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর,২১ জন বিজ্ঞানীকে মুখ্যমন্ত্রী গত শুক্রবার পর্যন্ত আলাদাভাবে চিঠি দিয়েছেন। তবে সংবর্ধনা অনুষ্ঠান কোথায় ও কবে হবে তা এখনও ঠিক হয়নি। রাজ্য বিধানসভাও প্রস্তাব দিয়েছে ইসরোকেও চিঠি পাঠিয়ে সংবর্ধনা জানানো হবে রাজ্য সরকারের পক্ষ থেকে। রাজনৈতিক শিবিরের মতে, লোকসভা নির্বাচনের আগে এই চন্দ্রযান ৩ এর সফল অবতরণকে নিজের অনুকূলে ব্যবহার করতে সরব মোদি সরকার। চন্দ্রযান ৩ প্রকল্পের সঙ্গে যুক্ত সকাল বঙ্গ বিজ্ঞানীরা রাজ্যকে এক গর্বের মর্যাদা দিয়েছে। অপরদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে কটাক্ষের সুর। তিনি জানিয়েছেন, ‘ চন্দ্রযান ২ এর সফল না হওয়াতে এই মুখ্যমন্ত্রী কটাক্ষ করতে ছাড়েননি’। তিনি আরও জানিয়েছেন, ‘চন্দ্রযান ২ এর অসফলতা কে মাথায় রেখে সেইখান থেকে শিক্ষা নিয়ে ইসরো কিভাবে এগিয়ে ইতিহাস রচনা করেছে, তা সকলেরই মনে রাখা দরকার’। চন্দ্রযান ৩ এর সফলতা নিয়ে যখন গোটা বিশ্ব অভিনন্দন জানিয়েছে, তখন পাকিস্তানের কিছু শক্তি এবং এই দেশে তা সহমর্মী কারও কারও চন্দ্রযান-২-এর পরের কথাগুলো ভুলে যাওয়া ঠিক নয়।

ইসরোকে সামনে রেখে গত বৃহস্পতিবার বিধানসভায় সহাবস্থান ছিল শাসক এবং বিরোধী দলের। সেইখানেই হঠাৎ জমি সংক্রান্ত একটি বিলের আলোচনা শেষে মন্ত্রী অরূপ বিশ্বাস সংবাদমাধ্যমে প্রকাশিত পুরনো একটি খবর প্রসঙ্গে মন্তব্য করেন। তিনি বলেছেন,’কয়েকমাস ইসরোর কর্মীদের বেতন বন্ধ।কেন্দ্রীয় সরকার আবার বড় বড় কথা বলছে। প্রধানমন্ত্রীও বড় বড় কথা বলছেন। এই হল তাদের ভূমিকা’।এমনকি গবেষণামূলক কাজ বরাদ্দ টাকা কাটছাঁট হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। আর এই প্রসঙ্গ সামনে আসতেই বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি বিধায়করা। আবার অপরদিকে, বিরোধী দলের সচেতক মনোজ টিগ্গা বলেন, কর্মচারীদের যে সরকার সামান্য ডি.এ দিতে পারে না। তার মন্ত্রীর মুখে আবার বড় বড় কথা!

Most Popular