HomeKolkataনয়া পরিবর্তন উচ্চমাধ্যমিকে, এবার থেকে অনলাইনেই মিলবে সমস্ত রকমের নথি

নয়া পরিবর্তন উচ্চমাধ্যমিকে, এবার থেকে অনলাইনেই মিলবে সমস্ত রকমের নথি

- Advertisement -

মহানগর ডেস্ক: অফলাইনকে পিছনে ফেলে দিয়ে এবার অনলাইনের আবেদনের পথে হাঁটতে চলে উচ্চ মাধ্যমিক বোর্ড। এবার থেকে অনলাইনেই সমস্ত ডুপ্লিকেট নথি পেতে চলেছে পড়ুয়ারা। খুব তাড়াতাড়ি পড়ুয়াদের জন্য আসতে চলেছে এক সুবর্ণময় সময়।

সূত্রের খবর, উচ্চমাধ্যমিক বোর্ডের পক্ষ থেকে ইতিমধ্যেই নোটিশ জারি করে পড়ুয়াদের জানানো হয়েছে যে ১লা সেপ্টেম্বর,২০২৩ থেকে “অনলাইন স্টুডেন্ট পোর্টাল” শুরু করতে চলেছে উচ্চ মাধ্যমিক বোর্ড।

আরও পড়ুন:পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তকরণের বিশেষ নজরদারি, নয়া নির্দেশ নবান্নর

এই “অনলাইন স্টুডেন্ট পোর্টাল” এর মাধ্যমে পাওয়া যাবে উচ্চ মাধ্যমিকের সমস্ত ডুপ্লিকেট নথিপত্র যেমন ডুপ্লিকেট রেজিস্ট্রেশন,ডুপ্লিকেট অ্যাডমিট, ডুপ্লিকেট সার্টিফিকেট,মাইগ্রেশন ইত্যাদি।এছাড়াও এই ডুপ্লিকেট কপিগুলিকে অনলাইনের মাধ্যমে সংশোধনের ব্যাবস্থা রয়েছে এই পোর্টালের মাধ্যমে।

পড়ুয়াদের অনলাইনে আবেদন করার জন্য যে পোর্টালটি ব্যাবহার করা যাবে সেটি হল : https://wbchseapp .wb.gov.in/portal/dashboard_student।

Most Popular