HomeKolkataসকাল সকাল ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা থেকে শিলিগুড়ি 

সকাল সকাল ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা থেকে শিলিগুড়ি 

- Advertisement -

মহানগর ডেস্ক: কলকাতা থেকে শুরু করে শিলিগুড়ি মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল শনিবার সকাল সকাল। শুধু রাজধানী নয়, কম্পন অনুভূত হয়েছে পড়শি বাংলাদেশেও। এদিন সকাল ৯টা বেজে ৫ মিনিটে অনুভূত হয় কম্পন। এমনটাই জানা গিয়েছে,ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজির দেওয়া তথ্যতে।৫.৬ ছিল রিখটার স্কেলে এর মাত্রা। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা থেকে ৮ কিলোমিটার দক্ষিণ-উত্তরদক্ষিণে এর উৎসস্থল।আর কলকাতা থেকে শুরু করে শিলিগুড়ি এরই আফটার শকে কেঁপে উঠেছে।

কম্পনের তীব্রতা কলকাতা এবং শিলিগুড়িতে এতটাই মৃদু ছিল যে তা অনুভূত হয়নি।বুঝতেও পারেনি অনেকে। সূত্রের খবরে জানা গিয়েছে, সিকিমও কেঁপে উঠেছে।যদিও, এখনও পর্যন্ত এই কম্পনের ফলে কোনও ক্ষয়ক্ষতি সামনে আসেনি।তবে,বিশেষজ্ঞরা মাটির নীচে বিপদ বাড়ার ইঙ্গিত আগেই দিয়েছিলেন। শুধু তাই নয়, কলকাতা এবং হাওড়া এই দুটি শহরকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন বিশেষজ্ঞদের একাংশ।

সম্প্রতি একটি গবেষণাপত্র প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ সায়েন্টিফিক রির্সাচ। সেখানেই বলা হচ্ছে, ফাঁপা হয়ে যাচ্ছে এই দুই শহরের মাটির নীচের একটি অংশ। আশঙ্কাও করা হচ্ছে,সেই কারণেই এই দুইটি শহর যে কোনও মুহূর্তে তলিয়ে যেতে পারে একসময়।

Most Popular