HomeKolkataদুর্গা পূজার সমকক্ষ কেন গণেশ পূজা নয়! আদালতের তরফে উঠল প্রশ্ন

দুর্গা পূজার সমকক্ষ কেন গণেশ পূজা নয়! আদালতের তরফে উঠল প্রশ্ন

- Advertisement -

মহানগর ডেস্ক:   যেই জমিতে দুর্গামায়ের আরাধনা করা হয় সেই জমিতে কেন গণেশ আরাধনা বন্ধ? এই নিয়েই প্রশ্ন তুলল আদালত।  শুধু তাই নয় প্রশ্ন উঠল লিঙ্গ বৈষম্য নিয়েও। কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য বলেন, “গণপতি বাপ্পার অপরাধটা কী। এটা কি লিঙ্গ বৈষম্য নয়?”

এই প্রশ্ন সামনে এসেছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের একটি ফতোয়া ঘিরে । আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি গত বছরের ৯ ডিসেম্বর সিদ্ধান্ত নেয় যে , দুর্গাপুজো সংশ্লিষ্ট সরকারি জমিতে কেবল সরকারি অনুষ্ঠানেকরা যাবে। অন্য কোনও পুজো বা অনুষ্ঠান করা যাবে না। সেখানে আবেদন করা হয় গণেশপুজো করতে চেয়ে। ওই পর্যদ সেই আবেদন নাকচ করে দেয়। এরপর মামলা হয় তা নিয়ে।

সরকারি অনুষ্ঠান আর দুর্গাপুজোর মধ্যে মিল কোথায়? এমনটাই প্রশ্ন তোলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। অবাস্তব উন্নয়ন পর্ষদের এই সিদ্ধান্ত সিদ্ধি বিনায়ক পুজো কমিচির সাম্যের অধিকারকে আঘাত করেছে। শুধু তাই নয় বিচারপতি ভট্টাচার্য আরও বলেন, “আমি বুঝতে পারছি না এখানে দুর্গাপুজো করা গেলে গণেশপুজো করা যাবে না কেন? এটা তো লিঙ্গ বৈষম্যের ব্যাপার হয়ে যাচ্ছে। আদালতের নির্দেশ, ১৮ থেকে ২২ সেপ্টেম্বর ওই জায়গায় গণেশপুজো করতে দিতে হবে।”

Most Popular