নিজস্ব সংবাদদাতা: মহিলা যাত্রীর গায়ে হাত তোলার গুরুতর অভিযোগ টিকিট পরীক্ষকের বিরুদ্ধে। আর এই ঘটনার জেরেই তুলকালাম স্টেশন চত্বর! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বিধাননগর স্টেশনে। জানা গিয়েছে, টিকিট না কাটার অপরাধে কর্তব্যরত টিকিট পরীক্ষক এক মহিলা যাত্রীর গায়ে হাত তোলেন। আর তারপরেই সৃষ্টি উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
আরও পড়ুন:পরকিয়ার জের, পরিবারকে না জানিয়ে মৃত প্রেমিকার সৎকারের চেষ্টা
এরপরেই এই ঘটনার প্রতিবাদে সরব হয়ে ওঠেন স্টেশনে উপস্থিত যাত্রীরাও।এমনকি, পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে যায় যে, উত্তেজিত জনতার হাত থেকে বাঁচতে স্টেশনের অফিসের গেট বন্ধ করে দেওয়া হয়। এদিকে, সেই গেটের বাইরে দাঁড়িয়েই উত্তেজিত যাত্রীরা বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন।
আরও পড়ুন:বুলডোজার দিয়ে ভাঙা হল বিজেপি নেতার বাড়ি
পাশাপাশি,পুলিশ বাহিনীও সমগ্ৰ পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছে যায়।টিকিট পরীক্ষক এক মহিলা যাত্রীর কাছ থেকে টিকিট পরীক্ষার সময়ে ওই যাত্রীর গায়ে হাত তুলে দেন।তারপরেই সেই যাত্রী সেখানে কাঁদতে শুরু করেন- এমনটাই অভিযোগ করেছেন স্টেশনে উপস্থিত যাত্রীরা। ইতিমধ্যেই এই ভিডিও ভাইরাল হতে শুরু করেছে নেটমাধ্যমে।