HomeLifestyleসকালে ঘুম থেকে উঠে এই জিনিসগুলি দেখলে জীবনে নেমে আসবে অশান্তি 

সকালে ঘুম থেকে উঠে এই জিনিসগুলি দেখলে জীবনে নেমে আসবে অশান্তি 

- Advertisement -

নিজস্ব সংবাদদাতা: প্রত্যেক মানুষই চায় সকালে ঘুম থেকে উঠে সুন্দর ভাবে একটা দিন শুরু করতে। তবে বিশ্বাস করা হয় বাস্তুশাস্ত্রে কিছু নিয়ম রয়েছে যেগুলি না মানলে নেতিবাচক পরিবেশ সৃষ্টি হয়। যার কারণে আর্থিক ও শারীরিক সমস্যাও আমাদের জীবনের পিছু হঠে না।বাস্তু মতে জীবন যাপন করা খুবই শুভ বলে মনে করা হয়। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, এমন কিছু জিনিস রয়েছে যা কখনোই সকালে ঘুম থেকে উঠে দেখা উচিত নয়। এই জিনিসগুলি দেখলে আপনার সারাদিন খারাপ কাটতে পারে। জীবনে অশান্তি বৃদ্ধি পেতে পারে।

জেনে নিন কি সেগুলি… 

১) সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে কোন বন্য জীবজন্তু বা সে জীবজন্তুর ছবি দেখা উচিত নয়। বাড়িতে এমন কোন ছবি থাকলে তা সরিয়ে দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে বন্য জীবজন্তু বা তাদের ছবি দেখলে পারিবারিক অশান্তি চরম বৃদ্ধি পায়।

২) নিজের মুখ আয়নায় দেখবেন না। ঘুম থেকে উঠে আয়না দেখলে মনে করা হয় মানসিক অবসাদ বৃদ্ধি পায়। বাস্তুশাস্ত্রে শোবার ঘরে আয়না রাখতে নিষেধ করা হয়। ঘরে আয়না থাকলে রাত্রিবেলা শোবার সময় কোন কাপড় দিয়ে ঢেকে রাখুন।

৩) কোন ফাঁকা জিনিস সকালে ঘুম থেকে উঠে দেখা একবারই উচিত না। ফাঁকা মানিব্যাগ বা ফাকা জলের জায়গা দেখা থেকে বিরত থাকুন।

৪) সকালে ঘুম থেকে উঠে নোংরা ও এঁটো বাসন দেখা খুবই অশুভ। তাই এঁটো বাসন রেখে কখনোই রাতে ঘুমাতে যাবেন না। এতে বাড়ির উপর নেতিবাচক প্রভাব পড়ে।

৫) বন্ধ ঘড়ি দেখা থেকে নিজেকে বিরত রাখুন। ঘড়ি বন্ধ হয়ে গেলে তা যত দ্রুত সম্ভব চালু করার ব্যবস্থা করুন। ঘুম থেকে উঠে বন্ধ ঘড়ির দিকে নজর দিলে আর্থিক সমস্যা দেখা দেয়। দাম্পত্য কলহ বৃদ্ধি পায়। পারিবারিক শান্তি অক্ষুণ্ণ হয়।

৬) সকালে ঘুম থেকে ওঠার পর নিজের বা কারও ছায়া দেখবেন না। বাস্তুশাস্ত্র মতে, সকালে কারও ছায়া দেখলে আপনার হওয়া কাজ অপূর্ণ থেকে যাবে। এতে মানসিক অবসাদ বৃদ্ধি পাবে।

Most Popular