HomeLifestyle২ টাকায় গরম গরম কচুরি সঙ্গে আনলিমিটেড ঘুগনি, যাবেন নাকি খেতে  

২ টাকায় গরম গরম কচুরি সঙ্গে আনলিমিটেড ঘুগনি, যাবেন নাকি খেতে  

বসিরহাটের মাটিয়ার বেঁকি কালীবাড়ি এলাকাতে পাওয়া যাচ্ছে মাত্র ২টাকা করে কচুরি এবং তার সঙ্গে আনলিমিটেড ঘুগনি। গত ৭-৮ বছর ধরে এই দোকানের জিনিসের দাম এক পয়সাও বাড়েনি।

- Advertisement -

মহানগর ডেস্ক: এই মূল্যবৃদ্ধির বাজারে যেখানে কিছু জিনিসে হাত দিলেই ছ্যাঁকা লাগে সেখানে মাত্র ২ তাকায় মিলছে গরম গরম কচুরি সঙ্গে আনলিমিটেড ঘুগনি।। শুনে অবাক হলেন নিশ্চয়ই।  কি ভাবছেন এত কম দামে কচুরি এবং ঘুগনি! অবাক হবারই কথা কারণ আজকের দুনিয়াতে বাজার দর যেখানে চড়া দামে সেখানে ২টাকার কচুরি সত্যিই অবিশ্বাস্য। তবে অবাক না হয়ে তাড়াতাড়ি জেনে নিন কোথায় পাওয়া যাচ্ছে এত সস্তায়  কচুরি।

বসিরহাটের মাটিয়ার বেঁকি কালীবাড়ি এলাকাতে পাওয়া যাচ্ছে মাত্র ২টাকা করে কচুরি এবং তার সঙ্গে আনলিমিটেড ঘুগনি। গত ৭-৮ বছর ধরে এই দোকানের জিনিসের দাম এক পয়সাও বাড়েনি। উপরন্তু এই দোকানে গরম গরম ২টাকায় কচুরি এবং ঘুগনি দিয়ে মানুষের রসনাতৃপ্তি করছেন পরিতোষ মন্ডল।  সকাল থেকেই এই দোকানে ভিড় উপচে পড়ে।  দোকানে গরম তেলের কড়াইতে ভাজা হয় মুচমুচে কচুরি।  সেই গরম কচুরি দেখে আর গন্ধে লোভ সামলাতে পারে না পথচলিত পথচারীরা।

দ্রব্যমূল্যের বাজারে পরিতোষ বাবুর দোকানের কোনো পরিবর্তন নেই। তিনি গত কয়েক বছর ধরে ২টাকায় বিক্রি করে চলেছে কচুরি।  তাঁকে যখন জিজ্ঞাসা করা হয় তিনি কি করে দিচ্ছেন এই ২টাকার কচুরি।  উত্তরে পরিতোষ বাবু বলে যে দোকানে সবরকমের তেলেভাজা থেকে শুরু করে কচুরি তিনি নিজেই ভাজেন। তার দোকানে তিনি কোনো শ্রমিক রাখেননি ।পরিতোষ বাবু জানান তাঁর দোকানে তেলেভাজার বিক্রি বেশী।

Most Popular