- Advertisement -
মহানগর ডেস্ক: মুখে পড়ছে বয়সের চাপ। মুখ হয়ে যাচ্ছে কালো। কি করবেন বুঝতে পারছেন না। আসুন বেশী দেরি না করে চটপট বানিয়ে নেওয়া যাক গুঁড়ো দুধের সাথে গ্লিসারিন মিশিয়ে তৈরি একটি নাইট ক্রীম।আসুন দেখে নেওয়া যাক কি করে বানিয়ে নিতে হবে এই নাইট ক্রিম।
- প্রথমে ফেস ওয়াশ দিয়ে মুখ ভালো করে ধুয়ে নিতে হবে।তারপর গরম জলের ভাপ নেওয়ার জন্য ছোট একটি তোয়ালে গরম জলে ভিজিয়ে নিতে হবে। এতে স্কিনের পোরসগুলো খুলে যায়।
- এরপর কাঁচা দুধ ফ্রিজে রেখে তা ঠান্ডা করে মুখে কিছুক্ষন ম্যাসাজ করুন।এই ক্রীমের থেকে অনেক ভালো কাজ করবে ঘরোয়া পদ্ধতির সাহায্যে তৈরি এই নাইট ক্রিম।
- এক চামচ গুঁড়ো দুধ নিয়ে তাতে মিশিয়ে নিন হাফ চামচ গ্লিসারিন।এবার এতে মিশিয়ে নিতে হবে অ্যালোভেরা জেল। এবার এতে মিশিয়ে নিতে হবে ভিটামিন ই ক্যাপসুল।এবার এগুলো সব একসাথে মিশিয়ে নিয়ে তৈরি করে নিন এই নাইট ক্রিম। যাদের ত্বক কুচকে গেছে তাদের জন্য খুব উপকারী এই প্যাকটি।
- এই প্যাকটি ব্যাবহার করার আগে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে গোলাপ জল লাগিয়ে ৫ মিনিট পর মুখে এই প্যাকটি লাগিয়ে নিতে হবে । ১০-১৫ মিনিট ই প্যাকটি ম্যাসাজ করে নিতে হবে। এটি ম্যাসাজ করলে ডার্ক সার্কেলের সমস্যাও দূর হয়ে যাবে।এরপর ভিজে কাপড় দিয়ে মুখ মুছে নিতে হবে। এতে মুখের দাগ ছোপও মুছে যাবে।