বিক্রম ব্যানার্জী: গ্রেট পিরামিড দেখতে সারাবছরই পর্যটকরা ভিড় জমান সুদূর মিশরে। প্রায় 118 টি পিরামিডের মধ্যে সবচেয়ে উঁচু এই পিরামিড ঘুরে দেখার জন্য রয়েছে প্যারাগ্লাইডিংয়ের ব্যবস্থাও। তাছাড়া পায়ে হেঁটে পিরামিড ভ্রমণ সম্পূর্ণ রূপে নিষিদ্ধ। তবে সম্প্রতি এক পর্যটক প্যারাগ্লাইডারে চেপে পিরামিডের দৃশ্য উপভোগ করছিলেন এমন সময় তার নজরে আসে কোনও এক প্রাণী। পিরামিডের ওপরে এক স্থান থেকে অন্য স্থানে ছুটে বেড়াচ্ছে সে। পরবর্তীতে জানা যায় সেটি ছিল একটি কুকুর। কোনও ভাবে সুউচ্চ পিরামিডের ওপর উঠে পড়েছে প্রাণীটি। যেই দৃশ্য সমাজ মাধ্যমে আসতেই হতবাক সকলে।
গ্রেট পিরামিডে উঠে পড়ল কুকুর
বহু প্রাচীন মিশরীয় গ্রেট পিরামিডের দৃশ্য চাক্ষুষ করতে প্যারাগ্লাইডিং করছিলেন অ্যালেক্স ল্যাং নামক এক পর্যটক। কিছুদূর যাওয়ার পরই তার নজরে আসে এক অদ্ভুত দৃশ্য। পিরামিডের ওপরে কিছু একটা নড়াচড়া করতে দেখেন তিনি। দীর্ঘক্ষণ ভাল করে পর্যবেক্ষণ করার পর বোঝা যায় আসল ঘটনা। একটি কুকুর কোনও ভাবে পিরামিডের ওপর উঠে পড়েছে। চূড়ায় বসে থাকা পাখিদের তাড়িয়ে বেড়াচ্ছে সে। কিন্তু যেখানে মানুষের যাওয়ার কোনও অনুমতিই নেই সেখানে ওই কুকুর কীভাবে উঠল সেই প্রসঙ্গে স্পষ্ট করে কিছুই জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, কারও সহযোগিতায় পিরামিডের ওপরে উঠেছে সে।
প্রসঙ্গত, পিরামিডের ওপর চারপেয়েটির পাখি তাড়ানোর দৃশ্য ক্যামেরাবন্দি হতেই তা পা রেখেছে সমাজ মাধ্যমে। ভিডিওটি দেখে মাথায় হাত নেট নাগরিকদের। যেই জায়গা নিরাপত্তার কারণে কঠোরভাবে নিষিদ্ধ, সেখানে কীভাবে ওই কুকুরটি উঠল তা নিয়ে যথেষ্ট ধন্দে রয়েছেন নেট পাড়ার বাসিন্দারা। ভিডিওটির সূত্র যদিও X মাধ্যম। দৃশ্যটি দেখার পাশাপাশি নিজেদের মতামতও জানিয়েছেন অনেকেই। কেউ কেউ লিখেছেন, পিরামিডটি রক্ষা করছে ওই কুকুর। কেউ আবার প্রাণীটির হয়ে কমেন্ট বক্সে লেখেন, এটি এখন তার, সে পরামিডটি জয় করেছে। কারও মতে, সে আসলে ঈশ্বরের দূত, কোনও কুকুর নয়।
আরও পড়ুন: দল থেকে ছাঁটাই হয়েও পাকিস্তানের জয়ে আনন্দিত বাবর, ভাইরাল পোস্ট