বিক্রম ব্যানার্জী: হাতে এক থালা ভাত নিয়ে মাটিতে বসে রয়েছেন এক ব্যক্তি। সামনের ক্যারেটে রাখা বেশ কিছু কাঁচা মাছ। ভিডিও অন হতেই নিজের প্রশংসায় পঞ্চমুখ সে। কথা বলতে বলতে হঠাৎই মাছের ঝুড়িতে হাত ঢুকিয়ে এক থাবায় তুলে নেয় গোটা তিরিশেক মাছ। ভাতের সাথে ভালমতো মাখিয়ে একবারে মুখে পুরে অস্বাভাবিক আচরণ করতে থাকবে ওই ব্যক্তি। যেই দৃশ্য সমাজমাধ্যমে আসতেই হাঁ হয়ে গিয়েছেন নেট নাগরিকরা।
ভাইরাল ভিডিও
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু অদ্ভুত ও আজগুবি দৃশ্য ভাইরাল হচ্ছে। সেই সব ভিডিওগুলির মধ্যে জায়গা ভাগাভাগি করে নিয়েছে এক ব্যক্তির কাঁচা মাছ খাওয়ার ভিডিও। ভাইরাল সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে, কালো প্যান্ট এবং প্রিন্টেড সাদা টি শার্ট পরনের এক ব্যক্তি কর্দমাক্ত অবস্থায় হাতে ভাতের থালা নিয়ে বসে রয়েছেন। তার ঠিক সামনেই নীল ক্যারেটে রাখা বেশ কয়েকটি চুনো মাছ। কথা বলতে বলতে হঠাৎই সেখানে হাত ঢুকিয়ে একসাথে প্রায় 25 থেকে 30 টি কাঁচা মাছ তুলে নিল ওই ব্যক্তি।
এরপরই ভাতের সাথে মাছগুলিকে ভালভাবে মাখতে শুরু করল সে। তারপর আর কী…. নিজের প্রশংসা করতে করতেই কাঁচা মাছ মেশানো ভাত মুখে পুরে চিবাতে থাকে ওই যুবক। যেই দৃশ্য ক্যামেরাবন্দি হয়ে সোশ্যাল মিডিয়ায় পা রাখতেই ভাইরাল হয়েছে দাবানলের গতিতে। কাঁচা মাছ খেয়ে যুবকের ক্ষমতা প্রদর্শনের দৃশ্য এখনও পর্যন্ত প্রায় 72 লাখ নেট নাগরিকের কাছে পৌঁছে গিয়েছে। ভিডিওটি দেখার সাথে সাথে লাইক করেছেন প্রায় 92 হাজার মানুষ। সেই সাথে অসংখ্য মিশ্র প্রতিক্রিয়ায় ভরে গিয়েছে ভিডিওটির কমেন্ট বক্স। তবে সিংহভাগই যে ব্যক্তির আচরণে অসন্তুষ্ট তা ভিডিওর কমেন্টগুলিতে চোখ রাখলেই বোঝা যায়।
আরও পড়ুন: বিরাট এক কচ্ছপকে উদ্ধার করতে আনা হল ক্রেন, ঘটল বিপত্তি! ভাইরাল ভিডিও