HomeOffbeatগায়ে সাবান মেখে স্নান করছে একটি ইঁদুর, না দেখলে চরম মিস

গায়ে সাবান মেখে স্নান করছে একটি ইঁদুর, না দেখলে চরম মিস

- Advertisement -

মহানগর ডেস্ক: গায়ে সাবান মেখে স্নান করছে একটি ইঁদুর। হাত দিয়ে মানুষের মতোই সারা শরীরে সাবান মাখছে সে। শরীরের কোনায় কোনায় পৌঁছে যাচ্ছে তার ছোট্ট আঙুলগুলি। স্নানের আগে গোটা শরীর কচলে নিচ্ছে, এখন জল ছাড়ার অপেক্ষায়। খুদে প্রাণীটির স্নান করার দৃশ্য সমাজ মাধ্যমে ভাইরাল হতেই হতবাক নেট নাগরিকরা। 

ভাইরাল ভিডিও

প্রতিদিন নেট দুনিয়ায় চোখ রাখলে নানান আজগুবি ঘটনার সাক্ষী হওয়া যায়। তাই নিজেদের অবসর সময়ে নেট পাড়ার বাসিন্দারা বিভিন্ন ভাইরাল ভিডিওগুলিতে ঘোরাফেরা করেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়া স্ক্রোল করতে করতে একটি অবিশ্বাস্য ভিডিও সামনে আসছে অধিকাংশেরই। 

ভাইরাল সেই ভিডিটিতে দেখা যাচ্ছে, বাথরুমের বেসিনে সাবান গায়ে দাঁড়িয়ে একটি ইঁদুর। মানুষের মতোই নিজের ছোট্ট ছোট্ট হাত দিয়ে শরীর কচলাচ্ছে সে। উদ্দেশ্য একটাই অন্যান্যদের থেকে নিজেকে সুন্দর করে তোলা। আর সেই লক্ষ্যেই নিজে থেকে বেসিনে উঠে স্নান করতে শুরু করেছে প্রাণীটি। যেই দৃশ্য ক্যামেরাবন্দি হতেই পা রেখেছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখার পর চোখ কপালে উঠেছে সকলের। 

প্রসঙ্গত, এখনও পর্যন্ত ভিডিওটি প্রায় সাড়ে 16 লাখেরও বেশি ভিউ কামিয়েছে। একই সঙ্গে অবিশ্বাস্য সেই খুদে প্রাণীটির স্নান করার দৃশ্য শেয়ার পেয়েছে 50 হাজারেরও বেশি। ভিডিটর সত্যতা যাচাই করতে অনেকেই ভিডিওর কমেন্ট বক্সে প্রশ্ন ছুড়ে দিয়েছেন। কেউ কেউ তাদের উত্তর পেলেও অধিকাংশই ধন্দে আছেন। 

ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করেন Mahanagar 24 ×7

আরও পড়ুন: নিউজিল্যান্ডের কাছে দ্বিতীয় দিনে পরাস্ত ভারত! শূন্যতেই ফিরতে হল বিরাটদের

Most Popular