বিক্রম ব্যানার্জী: সোশ্যাল মিডিয়ায় বর্তমানে তুমুল ভাইরাল হচ্ছে লিটন নামক এক ব্যক্তির ভিডিও। মাঝেমধ্যেই নিজের সমাজ মাধ্যম হ্যান্ডেল থেকে একাধিক দুঃসাহসিক কর্মকাণ্ডের ভিডিও প্রকাশ করেন তিনি। কখনও জ্যান্ত কাঁচা মাছ খেয়ে কখনও আবার লাল লঙ্কার গুঁড়ো মুখে পুরে ভাইরাল হওয়ার দৌঁড়ে এগিয়ে রয়েছেন তিনি। সম্প্রতি সেই ব্যক্তিই একটি ভিডিও প্রকাশ করে আবারও নিজের সাহসিকতার পরিচয় দিয়েছেন।
ভাইরাল ভিডিও
প্রতিদিন নানান অসম্ভব ঘটনা সম্ভব করে দেখাচ্ছে সমাজ মাধ্যম। বিভিন্ন ভিডিও মারফত সেই তথ্য পৌঁছে যাচ্ছে নেট নাগরিকদের কাছে। এবার তেমনই এক দৃশ্য চাক্ষুষ করেছেন নেটিজেনদের। অতি সম্প্রতি সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া সেই ভিডিওটিতে এক ব্যক্তিকে বাড়ি তৈরির সিমেন্টের সাথে বালি মাখিয়ে খেতে দেখা গিয়েছে।
বাদামি রঙের প্রিন্টেড গেঞ্জি পরিহিত ব্যক্তির সামনের টেবিলে তিনটি আলাদা আলাদা প্লেটে সাজানো রয়েছে সিমেন্ট, বালি ও কাঁচা লঙ্কা। নিজের প্রশংসায় পঞ্চমুখ লিটন নামের ওই যুবক হঠাৎই সিমেন্ট বালি মাখিয়ে মুখে পুরতে আরম্ভ করে। অখাদ্যের বিচিত্র স্বাদ বাড়াতে এক সাথে কয়েকটি কাঁচা লঙ্কাও মুখে ঠুসতে থাকে ওই যুবক। যেই দৃশ্য সমাজ মাধ্যমে পা রাখতেই ভাইরাল হয়েছে দাবানলের গতিতে।
প্রসঙ্গত, ‘mdlitonmia133’ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রকাশ্যে আসা ভিডিওটি এখনও পর্যন্ত 3 লাখ 35 হাজারেরও বেশি ভিউ কামিয়েছে। ভিডিওটি দেখার পাশাপাশি লাইক এবং শেয়ার করেছেন প্রায় 17 হাজার মানুষ। সেই সাথে যুবকের স্বাস্থ্যের কথা চিন্তা করে এসেছে একাধিক মিশ্র প্রতিক্রিয়া।
আরও পড়ুন: 2025 চ্যাম্পিয়নস ট্রফিতে যোগ দিতে ভারতকে অভিনব প্রস্তাব পাকিস্তানের