মহানগর ডেস্ক: সদ্য শেষ হয়েছে বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। তবে দেবী দুর্গার গমনের কিছুদিনের মধ্যেই মর্ত্যে পা রাখেন মা কালী। দীপাবলির দিন অমাবস্যা তিথিতে হিন্দু শাস্ত্র মেনে মা কালীর পুজোর আয়োজন করা হয় বাংলার ঘরে ঘরে। অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির উদয় ঘটাতেই যুগ যুগ ধরে চলে আসছে এই পুজো। তবে হিন্দু শাস্ত্র বলছে, মা কালীর সাথে সাথেই দীপাবলির দিন ভক্তদের ঘরে বিরাজ করেন দেবী লক্ষীও। তাই দুই দেবীকে তুষ্ট করতে বাস্তু মেনে বাড়ি থেকে বিশেষ 4 জিনিস এখনই সরিয়ে ফেলুন।
দীপাবলির আগেই ঘর থেকে সরিয়ে ফেলুন এই 4 জিনিস
কথিত আছে, দীপাবলির শুভক্ষণে ভক্তদের উপর কৃপা দৃষ্টি বর্ষিত হয় মা লক্ষ্মীর। কাজেই দেবীর আগমন ও মা কালীর পুজোর আগেই ঘর-বাড়ি পরিষ্কারে হাত লাগান ভক্তরা। তবে অনেকেই হয়তো জানেন না এই নির্দিষ্ট সময়ে বাড়িতে বেশ কয়েকটি জিনিস রেখে দেওয়া অত্যন্ত অশুভ। তাই দীপাবলির আগেই এগুলি বাড়ি থেকে সরিয়ে অন্যত্র রেখে আসুন।
ভাঙ্গা বস্তু
বাস্তুশাস্ত্র মতে, আগে ব্যবহার হতো কিন্তু বর্তমানে আর সেভাবে ব্যবহার হয় না এমন পুরনো ভাঙ্গা কোনও জিনিস বাড়িতে রাখলে তা অত্যন্ত অশুভ ইঙ্গিত বহন করে। পুরনো দিনের ভাঙ্গা আসবাব থেকে শুরু করে মরিচা ধরে যাওয়া বাসন কিংবা কোনও দেব-দেবীর ভাঙ্গা ফটো ফ্রেম, কোনোটিই বাড়িতে রাখা ঠিক নয়।
শুকনো গাছপালা
এমন অনেকেই রয়েছেন যারা বাড়ির বেলকুনিতে টবে অসংখ্য ফুলের গাছ সাজিয়ে রাখেন। তবে সেক্ষেত্রে সেগুলির নিয়মিত পরিচর্যাও দরকার। কারণ বাস্তুশাস্ত্র বলছে, দীর্ঘদিন ধরে জল না পেয়ে শুকিয়ে যাওয়া গাছপালা বাড়িতে রাখা পরিবারের সদস্যদের জন্য অমঙ্গলে কারণ হয়ে উঠতে পারে।
নেতিবাচক ছবি
দীপাবলির আগে ঘরে সাজিয়ে রাখা বিভিন্ন ফটো যা অতীতের খারাপ স্মৃতি বহন করে সেগুলি যত দ্রুত সম্ভব ঘর থেকে বাইরে বের করা উচিত। কারণ এই ধরনের নেতিবাচক ছবিগুলি বাস্তু মতে অত্যন্ত অশুভ।
পুরনো জুতো
বাস্তুশাস্ত্র অনুযায়ী, বহু পুরনো ছোটবেলার জুতো কিংবা অব্যবহৃত জুতোগুলি ঘরে রেখে দেওয়া একেবারেই ঠিক নয়। এই অভ্যাস পরবর্তীতে দুঃসময়ের কারণ হয়ে উঠতে পারে। কাজেই যত দ্রুত সম্ভব ঘর থেকে ব্যবহারের অযোগ্য জুতো গুলি অন্যত্র রেখে আসুন।
উল্লেখ্য, প্রতিবেদনটি শুধুমাত্র বাস্তুশাস্ত্র এবং বিশেষ কিছু তথ্যের ওপর ভিত্তি করে তৈরি। Mahanagar 24×7- এর কাজ প্রতিবেদনের মাধ্যমে বাস্তু টিপসগুলি পাঠকদের সামনে তুলে ধরা।
আরও পড়ুন: কুকুরের পিঠে চেপে সাঁতার কাটছে একটি ক্যাঙ্গারু! ভাইরাল ভিডিও