HomeOffbeatভিড়ে ঠাসা বাজারের মিষ্টির দোকানে ঘাপটি মেরে বিশাল পাইথন,তারপরের ঘটনা...

ভিড়ে ঠাসা বাজারের মিষ্টির দোকানে ঘাপটি মেরে বিশাল পাইথন,তারপরের ঘটনা…

- Advertisement -

মহানগর ডেস্ক: মিষ্টি দোকানের কাপড়ের তাকে বিশ্রাম নিচ্ছিল বিশাল আকারের পাইথন। যা দেখে আতঙ্কে দোকানে থাকা মালিক, কর্মচারীরা এক ছুটে দোকান ছেড়ে পালিয়ে যান। বিশাল আকারের পাইথনকে দেখে রীতিমতো হুলুস্থলু কাণ্ড শুরু হয়। মিষ্টির দোকানে অজগরটির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ওঠে। বিশাল আকারের পাইথনটিকে দেখে ভিড়ে ঠাসা বাজারে ব্যাপক হই হট্টগোল শুরু হয়। মিরাটে লালকুর্তি পিঠ মার্কেটে ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধেয়। বিশাল আকারের পাইথন দেখার পর দোকানের মালিক বনদফতরকে খবর দেন। তারা এসে বিস্তর চেষ্টার পর বিশাল আকারের পাইথনটিকে উদ্ধার করে নিয়ে যায়।

মিষ্টির দোকানে পাইথনটিকে দেখে অনেকেই অবাক হয়ে যান। বিশেষ করে ভিড়ে জমজমাট বাজারের মিষ্টির দোকানে সেটি কী করে এল, তা ভেবে পাননি কেউ। পথচলতি মানুষেরা পাইথনটির ছবি তুলতে থাকে। তবে সৌভাগ্যবশত সেটি কারো ক্ষতি করেনি। সময়মতো তাকে দেখতে পাওয়ার পরই মিষ্টির দোকানের মালিক বন দফতরকে খবর দেন। ফলে বড় কোনও অঘটন থেকে রক্ষা মেলে। বন দফতর জানিয়েছে পাইথনটি লম্বায় বারো থেকে চোদ্দ ফুট লম্বা। তাদের ধারণা সেটি আবু নালা থেকে দোকানে ঢুকেছিল। উদ্ধারের পর পাইথনটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

 

Most Popular