Home Bengal “আমাদের ছেলে মেয়েরা ভিক্ষা করে খাবে না…”, বাঁকুড়ার প্রশাসনিক মঞ্চ থেকে বড় ঘোষণা মমতার

“আমাদের ছেলে মেয়েরা ভিক্ষা করে খাবে না…”, বাঁকুড়ার প্রশাসনিক মঞ্চ থেকে বড় ঘোষণা মমতার

by Shreya Maji
25 views

মহানগর ডেস্কঃ চার দিনের জঙ্গলমহল সফরে বেরিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বুধবার প্রশাসনিক সভার মঞ্চ থেকেই বিরোধীদের নিশানা করেন তিনি। এই সভায় বক্তব্য  রাখার সময়  বিজেপিকে আক্রমণ শানিয়েছেন । রাজ্যের প্রান্তিক মানুষদের জন্য  কি কি প্রকল্প চালু করেছেন তা নিয়েও কথা বলতে শোনা যায় তাঁকে। এদিন সন্দেশখালির নাম না নিয়েই তিনি সিঙ্গুর, নন্দীগ্রাম সম্পর্কে কথা বলতে গিয়ে বলেছেন, এই দুটি জায়গার সঙ্গে অন্য কোনও জায়গার তুলনা হবে না।

এদিন তিনি বিজেপিকে নিশানা করে বলেছেন, ”কেন্দ্র OBC স্কলারশিপ অবধি বন্ধ করে দিয়েছে। ক্লাস ১১ থেকেও এবার স্মার্ট ফোন পাবেন।” সঙ্গে আরও বলেন,”লক্ষ্মীর ভান্ডারের টাকা বেড়েছে। আর এই টাকা যতদিন বাঁচবেন ততদিন পাবেন। মা-বোনেদের হাত পাততে হবে না।” মুখ্যমন্ত্রী আরও বলেছেন, “হাতির আক্রমণে যারা মারা যাচ্ছেন, তাদের অবধি আমরা চাকরি দিচ্ছি।” এদিন মমতা সুর চড়িয়ে বলেন, ”বিজেপি বলে বেড়ায়, আমিও দিচ্ছি। তুমি কী দিচ্ছো? ঘুঘু তুমি বারে বারে খেয়ে যাও ধান। এবার তো তোমাকে দিতে হবে প্রতিদান। খালি মিথ্যা কথা। ভোট আসলেই এই সব বলে। ভোট চলে গেলে ভুলে যায়। এখানে দুটো আসন আগের বার বিজেপি জিতল। জেতার পরে আর খোঁজ নিয়েছে? চেহারা দেখেছেন? কিছু দিয়েছে? ভোট আসলে ওরা আবার আসবে। ওদের গ্যাস বেলুন ফুটো করে দিতে হবে। আমাদের মত স্কিম কোথাও দেখতে পাবেন না। আমাদের ছেলে মেয়েরা ভিক্ষা করে খাবে না। নিজের পায়ে দাঁড়াবে। আমি কর্মসংস্থান করছি।”

এদিন  মুখ্যমন্ত্রী নাম না করেই সন্দেশখালি প্রসঙ্গে কথা বলেছেন।  সিঙ্গুর, নন্দীগ্রামের সঙ্গে সন্দেশখালির তুলনা করছে বিরোধীরা। কার্যত এই দাবিকে তিনি উড়িয়ে দিয়ে বলেন,”সিঙ্গুর সিঙ্গুরই। নন্দীগ্রাম, নন্দীগ্রামই। কোথাও রক্ত ঝড়ুক, অত্যাচার হোক আমি চাই না। আমি জ্ঞানত কোনও অন্যায় করি না। মানুষকে সাহায্য করা আমার দায়িত্ব। আমি সেই কাজ করব।”

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved