HomePoliticsবিরোধীদের সমালোচনার জবাব দিতে বিজেপি সাংসদদের বিশেষ পরামর্শ PM Modi-র

বিরোধীদের সমালোচনার জবাব দিতে বিজেপি সাংসদদের বিশেষ পরামর্শ PM Modi-র

- Advertisement -

মহানগর ডেস্ক: সোমবার রাজ্যসভা ও লোকসভা মিলিয়ে ৭৮ জন সাংসদকে সাসপেন্ড করা হয়। সকলের বিরুদ্ধে বিশৃঙ্খলার অভিযোগে আনা হয়েছে। যা নিয়ে গোটা রাজনৈতিক মহলে শুরু হয়েছে তোলপাড়। সব মিলিয়ে চলতি অধিবেশনে সাসপেন্ড করা হয়েছে মোট ৯২ জনকে। এই আবহেই বিরোধীদের সমালোচনার জবাব দিতে বিজেপি সাংসদদের বিশেষ পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Modi)।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার বিজেপি সাংসদদের বিরোধীদের দ্বারা পরিচালিত সমালোচনার জবাব দেওয়ার সময় শালীনতা বজায় রাখার পরামর্শ দিয়েছেন। মঙ্গলবার বিজেপি সংসদীয় দলের বৈঠকে যোগ দিতে সংসদ কমপ্লেক্সে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মোদী। সেখানেই তিনি বলেছেন, “তারা(বিরোধীরা) সরকারকে উপড়ে ফেলার কথা ভাবছে, এবং আমরা একটি জাতি গড়ার কথা ভাবছি। এমন ভাষায় সমালোচনার জবাব দিন যা শালীনতা বজায়  থাকে।”

জানিয়ে রাখা ভাল,  ১৩  ডিসেম্বর লোকসভার নিরাপত্তা লঙ্ঘনের প্রতিবাদে এবং স্লোগান দেওয়ার জন্য সংসদের উভয় কক্ষ থেকে  ৯২ বিরোধী সাংসদকে বরখাস্ত করার একদিন পরে এই বৈঠক হয়। বিরোধীরা এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের  জাবাবও দেওয়ার দাবিও জানিয়েছেন।

Most Popular