বিক্রম ব্যানার্জী: বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকা টেস্ট সিরিজের আজ প্রথম দিন। ঘরের মাঠে খেলতে নেমে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন শান্তরা। তবে সেই সিদ্ধান্তে বাঁধা হয়ে দাঁড়িয়েছে প্রোটিয়া পেসার উইয়ান মুল্ডার। 6 ওভার শেষ হওয়ার আগেই 3 উইকেট তুলে শান্তদের ফিরতি পথ দেখিয়েছেন দক্ষিণ আফ্রিকার এই বোলার। ম্যাচ দেখে মনে হচ্ছে যেন একার কাঁধেই প্রথম দিনের গুরু দায়িত্ব তুলে নিয়েছেন মুল্ডার।
বাংলাদেশের ভয়ের কারণ উইয়ান মুল্ডার
সাউথ আফ্রিকার 26 বছর বয়সী তরুণ বোলারের কব্জির জোর হার মানিয়েছে পদ্মা পাড়ের ছেলেদের। উইয়ান মুল্ডারের তোপের মুখে পড়ে প্রথমে শূন্যতেই মাঠ ছাড়েন সাদমান ইসলাম। ক্যাচ নিয়েছিলেন এইডেন মার্করাম। এরপর একে একে মুমিনুল হক 4 ও অধিনায়ক নাজমুল শান্তকে 7 রানে মাঠ ছাড়া করেন সাউথ আফ্রিকার এই ধুরন্ধর পেসার। ম্যাচ যত গড়াচ্ছে বাংলাদেশের খেলোয়াড়দের উপর ততই ভারী হয়ে উঠছেন উইয়ান মুল্ডার।
প্রতিবেদনটি লেখা পর্যন্ত, মিরপুরে নিজেদের চেনা ময়দানে 5 উইকেট খুঁইয়েছিল বাংলাদেশ। উইয়ান মুল্ডারের পর শেষ দুই উইকেট নিয়ে নিজের ক্ষমতা দেখিয়েছেন দক্ষিণ আফ্রিকার চেনা মুখ কাগিসো রাবাডাও। 20 ওভার শেষে 49 রানে 5 উইকেটে দৌড়াচ্ছে বাংলাদেশ। অন্যদিকে সব উইকেট ফেলে নিজেদের রানের লক্ষ্য কমিয়ে আনার দৃঢ় সংকল্প করা সাউথ আফ্রিকান বোলারদের নজর এখন বাংলাদেশের ব্যাটারদের দিকেই।