HomeSports Newsনিউজিল্যান্ড টেস্টের আগেই ভয় ধরাচ্ছে আবহাওয়া! বাতিল রোহিতদের অনুশীলন, বুধে ম্যাচের ভবিষ্যত...

নিউজিল্যান্ড টেস্টের আগেই ভয় ধরাচ্ছে আবহাওয়া! বাতিল রোহিতদের অনুশীলন, বুধে ম্যাচের ভবিষ্যত কী?

- Advertisement -

মহানগর ডেস্ক: বুধবার থেকে শুরু হচ্ছে ভারত বনাম নিউজিল্যান্ডের তিন দিনের টেস্ট সিরিজ। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে একে অপরের বিরুদ্ধে আক্রমণ শানাবে দুই দেশের খেলোয়াড়রা। তবে ম্যাচ শুরুর আগের দিনই ভয় ধরাচ্ছে আবহাওয়া। মঙ্গলবার সকাল থেকেই ভারী বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে রোহিতদের অনুশীলন। বৃষ্টির আগমনে ভারতীয় দলের ট্রেনিং সেশন বাতিল করেছে বিসিসিআই। এদিকে আবহাওয়া দফতর সূত্রে খবর, 17 সেপ্টেম্বর পর্যন্ত বেঙ্গালুরুতে 70-90 শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলত, নিউজিল্যান্ড টেস্টেও কানপুরে পদ্মাপাড়ের দল বাংলাদেশের দুই দিনের টেস্ট সিরিজ বাতিলের স্মৃতি উসকে দিতে পারে বৃষ্টি।  

প্রথম ম্যাচে বৃষ্টি ঘটাবে ব্যাঘাত

বেঙ্গালুরুর মান মন্দির সহ বেশকিছু এলাকায় অক্টোবরের প্রথম থেকেই একটানা ভারী বৃষ্টি হচ্ছে। এছাড়াও কর্নাটকের উপকূলবর্তী এলাক গুলিতেও জারি হয়েছে হলুদ সতর্কতা। এই পরিস্থিতিতে কীভাবে বুধবারের ম্যাচ শুরু হবে তা নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যদিও চিন্নাস্বামী স্টেডিয়ামে বিশ্বমানের ড্রেনেজ ব্যবস্থা আছে। কাজেই মাঝারি বৃষ্টি হলে ড্রেনেজ সিস্টেম ব্যবহার করে খেলার পরিবেশ তৈরি করা যেতে পারে। তবে হাওয়া অফিসের কথা মত যদি এক টানা ভারী বৃষ্টি চলে সেক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় দিনের ম্যাচে ব্যাট-বলের বিনা সংঘর্ষেই মাঠ ছাড়তে হবে খেলোয়াড়দের। যদিও সেই ঘটনা মাথাতেও আনতে চাইছে না দুই দলের কেউই।

উল্লেখ্য, এখনও পর্যন্ত টেস্ট ইতিহাসে মোট 62টি বার মুখোমুখি হয়েছে ভারত এবং নিউজিল্যান্ড। যদিও পরিসংখ্যান বলছে জয়ের নিরিখে পাল্লা ভারী ভারতের দিকেই। প্রতিবারের সামনা সামনিতে 22টি ম্যাচ জিতেছে ভারত, অন্যদিকে নিউজিল্যান্ডের ঝুলিতে গেছে মাত্র 13 টি, বাকি ম্যাচগুলি ড্র হয়েছিল। ম্যাচ পরিসংখ্যান ছেড়ে যদি বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের পিচের প্রসঙ্গে আসা যায়। সেখত্রে এই পিচ সমতল। ফলত ব্যাটসম্যানদের রান করার দারুণ সুযোগ রয়েছে। সেই সঙ্গে, বল হাতে স্পিনাররাও এই মাটিতে নিজেদের দক্ষতা প্রদর্শন করেছে বহুবার। স্লো বল এই পিচে দারুণ কাজ করে। সব মিলিয়ে, টস জিতলে রোহিত যে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেবেন না এ কথা বলাই যায়। তবে যদি বাধ্য হয়ে নিতেও হয় সেক্ষেত্রে চাপ বাড়াবে ভারতের স্পিনাররা। 

জয়ের মেজাজে ভারতীয় দল

প্রসঙ্গত, বাংলাদেশকে এক ম্যাচ বাকি থাকতেই 2-0 তে টেস্ট সিরিজ হারিয়েছে ভারত। এবার তাদের লক্ষ্য নিউজিল্যান্ড টেস্ট সিরিজ জয়। যদিও সেই পথে বাঁধা হবেন টম ল্যাথাম বাহিনী। শ্রীলঙ্কা টেস্ট সফরের পর ভারতকে তাদের ঘরের মাঠে হারাতে মরিয়া হয়ে উঠবে তারা। তবে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে নিয়ে ম্যাচ গড়াবে তখনই, যখন বৃষ্টি সহায় হবে খেলোয়াড়দের। চলুন ম্যাচ শুরুর আগে এক নজরে দেখে নেওয়া যাক ভারত-নিউজিল্যান্ড দুই দলের প্রথম একাদশ।

আরও পড়ুন: লরেন্স বিষ্ণোইয়ের নজরে এবার বিখ্যাত কমেডিয়ান, সুরক্ষা নিশ্চিত করেছে মুম্বই পুলিশ

ভারত বনাম নিউজল্যান্ডের প্রথম টেস্টের জন্য সম্ভাব্য একাদশ

ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটকিপার), কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরাহ, আকাশ দীপ এবং মহম্মদ সিরাজ 

নিউজিল্যান্ড: টম ল্যাথাম (অধিনায়ক), ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম ব্লানডেল (উইকেটকিপার), মাইকেল ব্রেসওয়েল, গ্লেন ফিলিপস,মিচেল স্যান্টনার, আজাজ প্যাটেল, টিম সাউদি এবং উইলিয়াম ও’রুরকি

Most Popular