HomeSports Newsনিউজিল্যান্ডের কাছে দ্বিতীয় দিনে পরাস্ত ভারত! শূন্যতেই ফিরতে হল বিরাটদের

নিউজিল্যান্ডের কাছে দ্বিতীয় দিনে পরাস্ত ভারত! শূন্যতেই ফিরতে হল বিরাটদের

- Advertisement -

মহানগর ডেস্ক: টেস্ট সিরিজ জয়ের জন্য মরিয়া হয়ে ওঠা নিউজিল্যান্ড দ্বিতীয় দিনেই ভারতের ওপর ভারী হয়ে উঠছিল। অন্যদিকে প্রথমে ব্যাট করতে আসা রোহিত ব্রিগেড শুরু থেকেই কোণঠাসা হয়ে গিয়েছিল নিউজিল্যান্ডের বোলারদের সামনে। শেষ পর্যন্ত মাত্র 46 রানে 10 উইকেট হারিয়ে থেমে যায় বিরাট কোহলিরা। এরপরই মাঠে নামে টম ল্যাথাম বাহিনী। গত টেস্ট ম্যাচ গুলিতে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের বল জাদু দেখালেও নিউজিল্যান্ডের সামনে প্রাণ পায়নি সে। ফলত ক্রমশ রান বাড়িয়ে ভারতের সামনে নজির গড়ার লক্ষ্য সুনিশ্চিত করছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় দিনের 50 ওভার শেষে 180 রানে লিড দিচ্ছে বিদেশি খেলোয়াড়রা। 

দ্বিতীয় দিনের ম্যাচে পাল্লা ভারী নিউজিল্যান্ডের 

পদ্মা পাড়ের দল বাংলাদেশকে হারিয়ে যথেষ্ট আত্মবিশ্বাস সংগ্রহ করেছিল ভারত। সেই বিশ্বাসকে পুঁজি করেই প্রথম দিনের টেস্ট বাতিলের পর দ্বিতীয় দিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে আক্রমণ শানাতে ব্যাট হাতে মাঠে নামে রোহিতরা। তবে এদিন নিউজিল্যান্ডের বোলাররা যেন ভারতকে চমক দিতেই খেলতে নেমেছিল। ওপেন করতে আসা রোহিত শর্মা এবং যশস্বী জসওয়াল যথাক্রমে 2 এবং 13 রানে মাঠ ছাড়েন। এরপরই দলকে এগিয়ে নিয়ে যেতে সদ্য মাঠে আসা সরফরাজ খান, বিরাট কোহলি থেকে শুরু করে লোকেশ রাহুল ও জাদেজাদের শূন্যতেই ফিরতে হয়েছিল। মাত্র 20 রান করে দলের ঝুলিতে রান জুগিয়েছেন ঋষভ পন্থ। 

বিরতির পর ম্যাচের ওপারে ভারতের বিরুদ্ধে মাঠ দখল করে নিউজিল্যান্ড বাহিনী। বৃহস্পতিবার ব্যাট হতে ভারতের জাদু না চললেও এদিন ফিলিপ কনওয়েরা নিজেদের ক্ষমতা প্রদর্শন করতে ছাড়েননি। দলকে নেতৃত্ব দেওয়া ল্যাথাম কুলদীপের বলে মাত্র 15 রানে ফিরে গেলে দলের হয়ে দ্বিতীয় দিনের দায়িত্ব একার কাঁধে তুলে নেন কনওয়ে। 105 বলে 11 টি চার এবং 3টি ছয় মেরে 91 রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তবে শেষ পর্যন্ত ভারতের রবিচন্দ্রন অশ্বিনের হাতে পরাস্ত হন নিউজিল্যান্ডের এই ধুরন্ধর ব্যাটার। কনওয়ে আউট হয়ে গেলে ম্যাচ এগিয়ে নিয়ে যাচ্ছিলেন বাকিরা। তবে একটা সময় পর ম্যাচ আসে ভারতের অনুকূলে। এক ঝটকায় উইলিয়াম অ্যালেক্সান্ডার ইয়ংয়ের উইকেট ছিনিয়ে নেয় জাদেজা। তবে এই শেষ, ভারতের ভাগ্য আর ফেরেনি। 180 রানে খেলা গড়ায় 50 ওভারে। ম্যাচ শেষে 7 উইকেটে 134 রানে লিড দিচ্ছে নিউজিল্যান্ড। অপেক্ষা এখন তৃতীয় দিনের। 

আরও পড়ুন: গুরুতর চোট ঋষভ পন্থের, মাঝপথে সহায় ধ্রুব জুরেল

Most Popular