HomeSports Newsদীর্ঘ 44 মাসের খরা কাটিয়ে জয়ের মুখ দেখল পাকিস্তান, বিষাদের ছায়া ইংল্যান্ডে

দীর্ঘ 44 মাসের খরা কাটিয়ে জয়ের মুখ দেখল পাকিস্তান, বিষাদের ছায়া ইংল্যান্ডে

- Advertisement -

বিক্রম ব্যানার্জী: প্রায় সাড়ে 3 বছরের খরা কাটিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ দিনের টেস্টে জয়ে ফিরল পাকিস্তান। প্রথম টেস্ট ব্যবধানে হারের যন্ত্রণা থাকলেও তা পরবর্তী ম্যাচে কাটিয়ে উঠেছে শান মাসুদের দল। যদিও রাস্তা তৈরি করে দিয়েছিলেন পাকিস্তান দলের অন্যতম বোলার সাজিদ খান। সেই পথ ধরেই 152 রানের বিরাট ব্যবধানে ইংল্যান্ডের প্লেয়ারদের 3 ম্যাচের টেস্ট হারাল পাকিস্তানের ছেলেরা। 

দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাট জয় পাকিস্তানের 

2024 মুলতান টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণ শানাতে মাঠে নামে বিদেশি খেলোয়াড়রা। তবে এবার যেন আটঘাট বেঁধে নেমেছিল পাকিস্তান। ফলত দাপটের সাথে ব্যাটিং এবং তারপর ইংল্যান্ডের উদ্দেশ্যে ছুড়ে দেওয়া 366 রানের লক্ষ্য টপকাতে পারেননি বেন স্টোকসরা। পাকিস্তানের বোলিংয়ের সামনে এক প্রকার মুখ থুবড়ে পড়ে ইংল্যান্ড বাহিনী। 

সেই সাথে প্রথম 291 রান করেই থেমে যায় ইংল্যান্ডের চাকা। মাঠে নামে পাকিস্তান, দ্বিতীয় ইনিংসেও মাসুদদের ঝোড়ো ব্যাটিং পাকিস্তানের স্কোর বোর্ডে 221 রান যুগিয়ে 297 রানে ইংল্যান্ডকে বেঁধে ফেললে 144 রানে গুটিয়ে যায় তারা। সেই সঙ্গে, 152 রানে মাঠ দখল করে পাকিস্তান। বিরাট ব্যবধানে পাকিস্তানের এই জয় তাদের দীর্ঘ 44 মাসের অপেক্ষা ঘুচিয়েছে। 

প্রসঙ্গত, শেষবারের মতো 2021 সালে আফ্রিকার লড়াকুদের 95 রানে হারিয়ে জয় হাসিল করেছিল পাকিস্থান। তবে তারপর আর জেতা হয়নি। যদিও সেবারের জয়ে দলকে নেতৃত্ব দিয়েছিলেন বাবর আজম। কিন্তু এবারে তার সান্নিধ্য পায়নি পাকিস্তানের খেলোয়াড়রা। ফলত, দলের দায়িত্ব পুরোটাই ছিল শান মাসুদের কাঁধে। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের বিরাট সাফল্যের একটা বড় অংশ যায় সাজিদ খান ও নোমান আলীর দিকেই। কারণ এই দুই বোলার একাই যথাক্রমে 2 এবং 8 উইকেট ছিনিয়ে মাঠ ছাড়তে বাধ্য করেছেন জো রুটদের। 

আরও পড়ুন: ভারতে লঞ্চ হয়ে গেল Samsung Galaxy A16 5G স্মার্টফোন, কেনার আগে দেখে নিন সমস্ত ফিচার

Most Popular