HomeSports NewsRishabh Pant: এই সিরিজ থেকে ভারতীয় দলে কামব্যাক করতে পারেন পন্থ

Rishabh Pant: এই সিরিজ থেকে ভারতীয় দলে কামব্যাক করতে পারেন পন্থ

- Advertisement -

 

 

 

 

স্পোর্টস ডেস্ক: ভারতীয় দলের তারকা উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ গত বছরের ডিসেম্বরে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন। তারপর থেকে ক্রিকেট মাঠ থেকে দূরে রয়েছেন পন্থ। সম্প্রতি ঋষভ পন্থের কামব্যাক নিয়ে বড় খবর প্রকাশ্যে আসছে। বিসিসিআই সম্প্রতি মেডিকেল টিমের মাধ্যমে পন্থের ফিটনেসের আপডেট দিয়েছে। আগামী বছর থেকে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজে ভারতীয় দলে কামব্যাক করতে পারেন ঋষভ পন্থ।

দ্রুত সেরে উঠেছেন তিনি। নেটে ব্যাটিংয়ের পাশাপাশি কিপিংও শুরু করেছেন। ঋষভ পন্থ বর্তমানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) রয়েছেন। আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাকশনে দেখা যেতে পারে ঋষভ পন্থকে।

২০২২ সালের ডিসেম্বরে ভারত বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ ২-০ জিতেছিল। এই সিরিজে টিম ইন্ডিয়ার অংশ ছিলেন ঋষভ পন্থ। ৫ ডিসেম্বর শেষ হওয়া দ্বিতীয় টেস্টে তিনি শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের প্রথম ইনিংসে ম্যাচজয়ী ৯৩ রান করেছিলেন। বলা বাহুল্য, ঋষভ পন্থের কামব্যাক ভারতীয় টেস্ট দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখনও পর্যন্ত ভারতের হয়ে পন্থ ৩৩ টি টেস্ট, ৩০ টি ওডিআই এবং ৬৬ টি টি -২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তিনি টেস্টে ৪৩.৬৭ গড়ে ২২৭১ রান করেছেন, ওয়ানডেতে ৩৪.৬ গড়ে ৮৬৫ রান এবং টি -২০ -তে ২২.৪৩ গড়ে ৯৮৭ রান করেছেন।

বাংলাদেশ সফর থেকে ফেরার পথে গত বছরের৩০ ডিসেম্বর ভোর সাড়ে পাঁচটার দিকে রুরকির নরসান সীমান্তে হাম্মাদপুর ঢালের কাছে পন্থের গাড়ি রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। এই দুর্ঘটনার পর গাড়িতে আগুন ধরে যায় এবং গুরুতর আহত হন এই তারকা ক্রিকেটার। এই ঘটনার পর পন্থের হাঁটু ও গোড়ালির লিগামেন্ট টিয়ার অস্ত্রপচার করা হয়।

Most Popular