HomeUncategorisedইউপিআইয়ে ক্যাশলেস লেনদেন করার আগে জেনে নিন কীভাবে প্রতারকদের ফাঁদ থেকে সুরক্ষিত...

ইউপিআইয়ে ক্যাশলেস লেনদেন করার আগে জেনে নিন কীভাবে প্রতারকদের ফাঁদ থেকে সুরক্ষিত থাকবেন

- Advertisement -

মহানগর ডেস্ক: ক্যাশলেস লেনদেনকে অনেক সহজতর করে তুলেছে ইউপিআই(ইউনাইটেড পেমেন্ট ইন্টারফেস), যা ইতিমধ্যেই সবার কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে। আর এই ইউপিআই (UPI Fraud) এখন ইন্টারনেট প্রতারকদের কাছে প্রতারণার নতুন এক দরজা খুলে দিয়েছে। অল্প কিছুদিনের মধ্যেই ক্যাশলেস লেনদেনে (Cashless Transaction) অভ্যস্থ হয়ে উঠেছেন দেশের সাধারণ মানুষ।

আর এমন পরিস্থিতিতে প্রতারকরা মওকা বুঝে কোপ মারতে শুরু করেছে সাধারণ মানুষের কষ্টার্জিত উপার্জনে। সতর্ক না হলেই যে কারোরও ওপর এই ইন্টারনেট প্রতারণার কোপ পড়তে বাধ্য। এ ব্যাপারে যারা এই লেনদেন করেন, তাঁদের কতগুলি বিষয়ে অবশ্যই নজর দিতে হবে। একটি হল এটিএম কার্ডের মতো কখনও পিন কোনও কলসেন্টারের এজেন্ট বা ব্যাঙ্ক বা সরকারি এজেন্সি কিংবা সুপরিচিত সংস্থার নাম করে কারোকে দেবেন না। তারা কখনও আপনার ইউপিআই পিন নিয়ে খোঁজখবর করবে না।

আপনার ইউপিআই অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে প্রতিমাসেই পিন পাল্টে দিন। এতে প্রতারকরা সুবিধে করতে পারবে না। যদি তা-ও না করতে পারেন, তাহলে প্রতি তিন মাসে পিন বদলে ফেলুন। এরপর ইউপিআইয়ে প্রতিদিন কত টাকা লেনদেন করবেন, সেটা নিশ্চিত করুন। অনেক প্রতারক কোনও বিশ্বস্ত সংস্থার নামে ভুয়ো অ্যাপস আপনাকে পাঠিয়ে  টাকা আত্মসাৎ করতে পারে। এই সফটওয়ার বর্তমান কোনও ব্যাঙ্কের অ্যাপস ইন্টারনেটে বা আপনার মোবাইলে আসতে পারে।

আপনি তা দেখে ভাবতেই পারেন সত্যি সত্যি ব্যাঙ্কের অ্যাপস। সেটা খুব সহজেই ডাউনলোড করা যায়। আপনি যদি ভুল করে ওই ভুয়ো অ্যাপস ডাউনলোড করেন,তাহলে প্রতারকদের কাছে আপনার ব্যক্তিগত তথ্য চলে যাবে। আর তা ইনস্টল করলে তা দিয়েই কাজ হাঁসিল করতে পারে প্রতারকরা। আপনার অ্যাকাউন্টের সব তথ্য তারা হাতে পেয়ে যাবে। অ্যাকাউন্ট থেকে টাকা মুহূর্তে আত্মসাৎ করে নেবে তারা।

মোদী ভিম,ভিম পেমেন্ট ইউপিআই গাইড, ভিম মোদী অ্যাপ, ভিম ব্যাঙ্কিং গাইডের বিরুদ্ধে পরিষেবা দেওয়ার নাম করে অ্যাকাউন্ট হোল্ডারদের তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। যেসব ওয়েবসাইট ইনসেনটিভ, ক্যাশ ব্যাক বা টাকা দেওয়ার অনুরোধ জানায় সেসব ওয়েবসাইট ক্লিক করবেন না।

এক টাকা লেনদেন পদ্ধতি যা আপনাকে তার বদলে দু টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আপনার পিন নম্বর নিয়ে দ্রুত আপনার অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নিতে পারে প্রতারকরা। কোনও লেনদনের আগে নিশ্চিত হোন তা সত্যিকারের নামে অ্যাকাউন্ট রয়েছে কিনা। না হলে প্রতারণার ফাঁদে পড়তে হবে।

Most Popular