Home Uncategorised No Shadow Day: আজ নিজেদের ছায়া দেখতে পাবেন না এই শহরের মানুষেরা!

No Shadow Day: আজ নিজেদের ছায়া দেখতে পাবেন না এই শহরের মানুষেরা!

by Mahanagar Desk
2 views

মহানগর ডেস্ক: মাথার ওপর গনগন করছে সূর্য। কিন্তু রাস্তায়,মাঠে বা বারান্দায়, যেখানে আপনি দাঁড়াবেন, আপনার চারপাশে কোনও ছায়া দেখতে পাবেন না। আপনি কেন, আপনার পরিচিত কিংবা অপরিচিত মানুষজন, তা সেই দোকান বাজার কিংবা রেলস্টেশন,বাসস্টপেই হোক, আজ অর্থাৎ আগস্টের আঠেরো তারিখে আপনার ছায়া দেখা যাবে না। কারণ আজ জিরো শ্যাডো ডে বা ছায়াশূন্য দিবস।

তবে পৃথিবীর সব শহরেই এমনটা হবে না। শুধু ভারতের বেঙ্গালুরুতে এমনটা দেখা যাবে, এনিয়ে দ্বিতীয়বার। এই ছায়াশূন্য দিবস কি, সেটা অনেকেরই জানা নেই। এটি একটি বিরল ঘটনা। এই সময় পৃথিবী কোনওভাবে নিজের অবস্থান থেকে ঝুঁকে আসে এবং সূর্যের কক্ষপথ থেকে সরে আসে না। এসময় পৃথিবীর কোনও কোনও জায়গায় ছায়া পড়ে না। ঠিক সেই সময়টুকুতে সমান্তরালভাবে বা ভার্টিকালভাবে দেখা ছায়া কোনওভাবে দেখা যাবে না। আজ আঠেরো আগস্ট বেলা ১২.২৭ মিনিটে সেই বিরল দৃশ্য দেখতে পাবেন বেঙ্গালুরুর মানুষ। তবে এবারই প্রথম নয়, এর আগে এপ্রিল মাসে এমন ঘটনার সাক্ষী হয়েছিলেন সেখানকার মানুষ।

You may also like