মহানগর ডেস্ক: বিজেপির প্রচারে ধুন্ধুমার কাণ্ড ধুপগুড়িতে। দলের প্রাক্তন ভাইস প্রেসিডেন্টকে মাটিতে ফেলে লাথি মারার অভিযোগ উঠল বর্তমান সভাপতির বিরুদ্ধে। উপনির্বাচনের জন্য প্রচারে বেরিয়ে এই ঘটনা ঘটে। শুধু তাই নয়, ইতিমধ্যেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে পড়েছে।
প্রসঙ্গত, ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন আগামী ৫ সেপ্টেম্বর। এই কেন্দ্রের বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায় প্রয়াত। তাই আসন ধরে রাখতে বিজেপি প্রার্থী করেছে শহিদ জওয়ানের পত্নী তাপসী রায়কে। পুলওয়ামায় জঙ্গি হামলায় শহিদ হন তাপসীদেবীর স্বামী জগন্নাথ রায়। তাঁর স্ত্রী বিজেপি প্রার্থী। তাপসী রায় গতকাল উপনির্বাচনের প্রচারে বেরিয়েছিলেন। সেই সময় তাঁকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানতে যান বিজেপির প্রাক্তন জেলা সহসভাপতি অলোক চক্রবর্তী। যদিও দল তাঁকে বহিষ্কার করেছে। সেই মুহূর্তেই অলোক রায়কে মাটিতে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ দলের জেলা সভাপতি বাপী গোস্বামীর বিরুদ্ধে। ওই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে।
আরও পড়ুন: No Shadow Day: আজ নিজেদের ছায়া দেখতে পাবেন না এই শহরের মানুষেরা!
জানা গিয়েছে, গতকাল তাপসী রায় মনোনয়ন পত্র জমা দিতে যাচ্ছিলেন উপনির্বাচনের জন্য। তাই তাঁর সমর্থনে একটি মিছিল করা হয় বিজেপি-র জলপাইগুড়ি জেলা কার্যালয় থেকে। ওই মিছিলে উপস্থিত ছিলেন জেলা সভাপতি বাপী গোস্বামী, যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ, দুই সাংসদ জয়ন্ত রায় ও রাজু সিং বিস্তা। সেই সময়ই ফুলের তোড়া নিয়ে প্রার্থীর দিকে এগিয়ে যান অলোকবাবু। তখনই তাঁর ওপর চড়াও হন জেলা সভাপতি বাপী গোস্বামী। মুহূর্তটি ক্যামেরাবন্দি করে নেন অনেকেই। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বেজায় অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির।
সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, হলুদ পঞ্জাবি পরা অলোকবাবু দু’টি ফুলের তোড়া নিয়ে মিছিলের দিকে এগিয়ে যাচ্ছেন। ঠিক সেই মুহূর্তেই বাপী গোস্বামী তাঁকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। এরপর অলোকবাবুকে লাথি মারতে থাকেন তিনি। অন্য আরেক বিজেপি কর্মী অলোকবাবুকে উদ্ধার করার চেষ্টা করলে গেরুয়া পঞ্জাবি পরা এক যুবক ফের ধাক্কা দেন অলোকবাবুকে। যদিও কেন এমন ঘটনা ঘটলো সেই নিয়ে মুখে কুলুপ এঁটে বিজেপি নেতৃত্ব।