HomeUncategorisedTwo Young Electrocuted: বুনো জন্তুদের জন্য পাতা ফাঁদে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু দুই...

Two Young Electrocuted: বুনো জন্তুদের জন্য পাতা ফাঁদে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু দুই তরুণের

- Advertisement -

মহানগর ডেস্ক: মর্মান্তিক! কাঁকড়া ধরতে গিয়ে বন্য জন্তুদের জন্য পাতা ফাঁদে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল দুই তরুণের (Two Young Electrocuted)। জলাশয়ে বন্য বরাহদের তাড়াতে বিদ্যুৎবাহী তার লাগিয়ে ফাঁদ পাতা হয়েছিল। অক্টোবরের চার তারিখে রাতেমহারাষ্ট্রের পালঘরের দেবখোপের বাসিন্দা সতেরো বছরের সুজিত শৈলেশ হাসকর ও তার জামাইবাবু দীনেশ বোয়াসকে নিয়ে কাঁকড়া ধরতে গিয়েছিল। তারা জানতোই না সেখানে বন্য শূয়োর ধরার জন্য বিদ্যুৎবাহী তার লাগানো ফাঁদ পাতা রয়েছে। বৃহস্পতিবার এক কিলোমিটার দূরে সকালে তাদের ছোট জলাশয়ে তাদের দেহ পড়ে থাকতে দেখা যায়। সেখান থেকে কয়েক মিটার দূরে একটি বাছুরকেও মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বাছুরটিও বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গিয়েছে বলে মনে করা হচ্ছে।

সকালে স্কুলে না যাওয়ায় সুজিত ও তার জামাইবাবুর খোঁজ শুরু হয়। তাদের পরিবার ও বন্ধুবান্ধবেরা খোঁজ শুরু করে। একদল গ্রামবাসী তাদের ছোট জলাশয়ে পড়ে থাকতে দেখে। গ্রামবাসীদের সন্দেহ বন্য  জন্তুদের মারার জন্য বিদ্যুৎবাহী তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়েছে। পুলিশ দুটি দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দুর্ঘটনাস্থলের কাছে তার ও রডের খোঁজ পাওয়া পাওয়া যায়। দুর্ঘটনাস্থল থেকে চারশো কিলোমিটার দূরে ওই বৈদ্যুতিক ফাঁদের বৈদ্যুতিক সংযোগ দেওয়া হয়েছিল।

Most Popular