Home Uncategorised Woman Lost Ear: ভুল সার্জারিতে কানের লতি খোওয়ালেন মহিলা,নষ্ট শ্রবণশক্তি

Woman Lost Ear: ভুল সার্জারিতে কানের লতি খোওয়ালেন মহিলা,নষ্ট শ্রবণশক্তি

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্ক: এক  মহিলাকে সার্জারির মতো ছোটখাটো অপারেশন করে কান ঠিক করার চেষ্টা করেছিল বিউটি পার্লার (Wrong Surgery On Woman Ear)। কিন্তু কান ঠিক হওয়ার বদলে কানের আংশিক ক্ষতিগ্রস্ত হয়ে যায় মহিলার। সংক্রমণ দেখা দেয় কানে (Infection)। এরপরই আদালতে ওই বিউটি পার্লারের বিরুদ্ধে মামলা করেন গুরুগ্রামের কাদিপুর ইন্ডাস্ট্রিয়াল এলাকার পূজা নামে এক মহিলা।

তাঁর আরও অভিযোগ পার্লারের মালকিন জ্যোতি নারুলা ডান কান ফুটো করায় সংক্রমণ দেখা দেওয়ার মালকিনের নিজের মতো চিকিৎসা করেন। তাতে আরও বিপত্তি দেখা দেয়। আদালতে মামলা করার পর বিচারকের নির্দেশমতো গুরুগ্রাম পুলিশ পার্লারের মালকিনের বিরুদ্ধে মামলা করে।

অভিযোগকারিণী অভিযোগে আরও জানিয়েছেন নারুলা কান ও নাক ফুটো করারও কাজও করে থাকেন। তিন মাস ধরে নিজের প্রেসক্রিপশন মতো তাঁর কানের ডান কানের লতির চিকিৎসা করতে থাকেন মালকিন। এক বছর আগে ভুল চিকিৎসার কারণে তাঁর ডান কান পুরোপুরি নষ্ট হয়ে যায়।

এই ঘটনার পরে প্রথমে সার্জারি করাতে দেড় লাখ টাকা দিতে রাজি হন নারুলা। পরে পিছিয়ে যান এবং তাঁকে হুমকি দিতে থাকেন। যখন সমস্যা কোথায়, সে ব্যাপারে মালকিন ব্যর্থ হন,তখন পূজা এক চিকিৎসকের কাছে যান। সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে, সেজন্য সার্জারি করেন চিকিৎসক।

মেডিকেল রিপোর্টে জানা যায় তাঁর ডান কানের পাতা থোওয়া গিয়েছে
। এরপর পুলিশের কাছে অভিযোগ করলেও তারা তাতে কান দেয়নি। এমনকী তিনি মেডিকেল রিপোর্টও পুলিশের কাছে জমা দেন। সাড়া না পেয়ে ২০২২ সালের জুন মাসে মুখ্যমন্ত্রীর গ্রিভান্স সেলে অভিযোগ জানান তিনি।

অভিযোগ করেন পুলিশ কমিশনারের কাছেও। এরপর ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন জানান। আবেদনের প্রেক্ষিতে বিচারক নারুলার বিরুদ্ধে পুলিশকে এফআইআর করার নির্দেশ দেন। সেইমতো পার্লারের মালকিনের বিরুদ্ধে এফআইআর করে পুলিশ।

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved