HomeWeather বঙ্গোপসাগরে নিম্নচাপের আশঙ্কা, পুজো ভালো ভাবে কাটবে তো

 বঙ্গোপসাগরে নিম্নচাপের আশঙ্কা, পুজো ভালো ভাবে কাটবে তো

- Advertisement -

কলকাতা: পুজো ভালোভাবে কাটবে তো, এই আশঙ্কাই এখন মানুষের মনে। কারণ পুজোর সময়ে  বঙ্গোপসাগরে নিম্নচাপের আশঙ্কা করা হচ্ছে। যার প্রভাবে বঙ্গে নবমী দশমীর দিন বৃষ্টি হতে পারে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে আগামী বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে কমবে দিনের ও রাতের তাপমাত্রা। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে  উত্তরবঙ্গের দু-এক জেলায় । সেপ্টেম্বরে নিম্নচাপের কারণে যেভাবে বৃষ্টিতে ভিজেছে বাংলা তাতে স্বাভাবিক ভাবেই পুজোর সময় বৃষ্টি নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। যদি পুজোর চারচিন বৃষ্টি হয় তবে আনন্দটাই মাটি হয়ে যাবে। বছরের এই চার দিন কোনও ভাবেই নষ্ট করতে চাইয় না বাঙালি তাই তো এত আয়োজন।

তবে চিন্তার কিছু নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। সেইভাবে কোথাও বৃষ্টি হবে না। আবহাওয়া মনোরমই থাকবে।  পুজোয় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ কিছুটা মেঘলা থাকবে। তাপমাত্রাও কমবে। তীক্ষ্ণ গরমটা থাকবে না।

Most Popular