HomeWeatherবঙ্গে কমবে তাপমাত্রা, সপ্তাহ শেষে বাড়বে শীতের আমেজ

বঙ্গে কমবে তাপমাত্রা, সপ্তাহ শেষে বাড়বে শীতের আমেজ

- Advertisement -

মহানগর ডেস্ক: নিম্নচাপের জেরে বাংলায় শীতের রেশটাই কেটে গিয়েছিল। বাড়ছিল তাপমাত্রা। কবে যে কনকনিয়ে পড়বে ঠান্ডা সেই অপেক্ষাতেই ছিল বঙ্গবাসী। রয়েছে সুখবর,  সপ্তাহের শেষ দিকে নামবে তাপমাত্রার সেই সঙ্গেই সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ বাড়বে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে  কলকাতাতে তাপমাত্রা থাকবে ২০ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে  ।  জেলাগুলিতে তাওমাত্রা কমবে আরও অনেকটাই। দুপুরের দিকে কিছুটা অস্বস্তিকর গরম থাকলে সেটাও এবার ধীরে ধীরে কমতে শুরু করবে। আবহাওয়া দফতর আরও জানিয়েছে যে এই মুহূর্তে বঙ্গে আপাতত আর কোনও নিম্ন চাপের সম্ভাবনা নেই। বৃষ্টিও হবে না।

 শীতের আমেজ অন্যান্য জেলার থেকে  বেশি থাকবে পশ্চিমের জেলায়। ইতিমধ্যেই পুরুলিয়ার তাপমাত্রা ১৫ ডিগ্রি  ও বাঁকুড়াতেও ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আগামী ৪ দিনে রাতের  সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে।

Most Popular