HomeWeatherকবে বিদায় নিচ্ছে শীত, জেনে নিন কি বলছে আবহাওয়া দফতর

কবে বিদায় নিচ্ছে শীত, জেনে নিন কি বলছে আবহাওয়া দফতর

- Advertisement -

মহানগর ডেস্ক:  এবার শীতের বিদায় নেওয়ার পালা। তবে সপ্তাহ শেষে কিছুটা কমবে তাপমাত্রা।  আগামী সপ্তাহ থেকে চড়বে তাপমাত্রার পারদ। কিছু এলাকায় বৃষ্টিও হতে পারে। এমনটাই খবর হাওয়া অফিস সূত্রে।

 আগামী দু’দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমবে। একই সঙ্গে  আরও কিছুদিন শীতের আমেজ থাকবে পশ্চিমের জেলাগুলিতে  থাকবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী সপ্তাহ থেকেই শীত বিদায় নেওয়া শুরু করবে। তবে মালদহ ও দুই দিনাজপুরে ঘন কুয়াশা থাকতে পারে বলেই জানানো হয়েছে। এখানেই শেষ নয় আগামী সপ্তাহে তাপমাত্রা ৩০ পাড় করতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস  অনুযায়ী কলকাতায় সর্বনিম্ন  তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসে যেতে পারে এবং সর্বোচ্চ   তাপমাত্রা ৩২ ডিগ্রি হতে পারে। অন্যদিকে  পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সোম ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। যার কারণে জলীয় বাষ্প ঢুকে মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার একাধিক জেলায়।

Most Popular