HomeBengalজল্পেশ বাজারে ভয়াবহ আগুন, ক্ষতি লক্ষাধিক টাকার জিনিস

জল্পেশ বাজারে ভয়াবহ আগুন, ক্ষতি লক্ষাধিক টাকার জিনিস

- Advertisement -

মহানগর ডেস্ক: রবিবার রাত সাড়ে বারোটা নাগাদ জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির জল্পেশ মন্দির সংলগ্ন অঞ্চলে জল্পেশ   বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে । আগুন লাগার দরুন বেশ কোয়েকটি দোকান  পুড়ে যায়   এবং ক্ষয়ক্ষতিও হয় ।

জানা  গিয়েছে ভয়াবহ আগুন লেহে  প্রায় ৬টি দোকান পুড়ে যায়।  এই দোকান গুলির মধ্যে ছিল সাইকেলের দোকান, সারের গোডাউন, কসমেটিক্স, এবং একটি সাইকেল ফিটারের দোকান। জানা যাচ্ছে ঘটনাস্থলের পাশেই একটি ঘরে এক পরিবার বসবাস করত, সেই পরিবারের যা কিছু ছিল তাঁদের সবকিছুই পুড়ে গিয়েছে ।  সেখানে ৪টি গবাদি পশু ছিল, তাদের বের করতে না পারায় পুড়ে মৃত্যু হয়েছে। পাশাপাশি জল্পেশ ব্যবসায়ী সমিতির একটি অফিস ঘরও পুড়ে গিয়েছে বলেই বলে জানা যাচ্ছে স্থানীয়  ও দমকল বাহিনী সূত্রে । ঘটনার খবর পেয়ে ময়নাগুড়ি থানার পুলিস ও ময়নাগুড়ি দমকলবাহিনী ঘটনাস্থলে ছুটে আসেন, পরিস্থিতি সামাল দিতে। দমকলবাহিনী বেশ কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন । এলাকার বাসিদের দাবি প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ।

আগুন লাগার খবর পেতেই বাজারে মালিকরা ছুটে আসেন। দোকানদাররা তাঁদের জিনিসপত্র বাঁচাতে হন্নে হয়ে এদিক ওদিক ছুটতে দেখা গিয়েছে। যারা আগে থেকেই তাদের দোকানের যাবতীয় জিনিসপত্র অন্য জায়গায় একটু সরিয়ে রেখেছিলেন তাঁদের  একটু সুবিধে হলেও যারা আগে থেকে মালপত্র সরিয়ে রাখেননি তাঁদের মূলত বেশি সমস্যা হয়  । আগুন আরও চারিদিকে ছড়িয়ে পড়তে পারে, এই আশঙ্কায় দোকানের মালিকরা দোকানের জিনিসপত্র অন্য জায়গায় সরিয়ে দেন । কীভাবে আগুন লেগেছে সেই বিষয়ে এখনও জানা সম্ভব হয়নি। এই বিষয়ে দমকলের ওসি কৃষ্ণ গোপাল ঘোষ এ ব্যাপারে কিছু বলতে পারেননি। তদন্ত শুরু করেছে দমকল এবং ময়নাগুড়ি থানার পুলিস। গভীর   রাতে আগুন কিভাবে লাগলো তা তদন্ত করে দেখা হবে বলেই জানানো হয়েছে।

Most Popular