HomeBengalসাড়ে ৮ ঘণ্টা জেরার পর এক সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন অভিষেক-পত্নী

সাড়ে ৮ ঘণ্টা জেরার পর এক সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন অভিষেক-পত্নী

- Advertisement -

মহানগর ডেস্ক: টানা সাড়ে ৮ ঘণ্টা ইডির জেরা সামলে বেরোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকাল ১০টা ৫৭ মিনিটে সিজিওতে ঢুকেছিলেন তিনি। বাইরে এলেন ঠিক ৭টা ৩১ মিনিটে।

তবে এদিন বেরিয়ে আর সাংবাদিকদের মুখোমুখি হননি রুজিরা। সিজিওর গেটের সামনে থেকেই গাড়িতে উঠে চলে যান তিনি। এই প্রথম নিয়োগ মামলায় অভিষেক-পত্নী রুজিরাকে ডেকে পাঠায় ইডি। গত সপ্তাহেই ইডির সমন পৌঁছয় অভিষেকের স্ত্রীর কাছে। শেষ পর্যন্ত দ্বিধা কাটিয়ে এদিন সকাল সাড়ে ১০টা বেজে ৫৭ মিনিটে একটি সাদা ইনোভায় রুজিরা এসে পৌঁছন সিজিওতে। তবে তাঁর আসার আগে থেকেই সিজিও কমপ্লেক্সের বাইরে নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়। চারদিকে ব্যারিকেড করে দেওয়া হয়। রুজিরাকে অবশ্য এর আগেও কয়েক বার জিজ্ঞাসাবাদ করেছে ইডি।

দু’টি বিদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন, একটি সংস্থার আর্থিক লেনদেনের খতিয়ান এবং এক হিসাবরক্ষকের বয়ানের ভিত্তিতে রুজিরাকে তদন্ত করছে ইডি। তবে সেটি ছিল কয়লা পাচার সংক্রান্ত তদন্তের সূত্রে। তবে বুধবার সাড়ে ৮ ঘন্টা জেরা করা হল রুজিরা কে। প্রসঙ্গত, কয়লা পাচার মামলায় ইডির ডাক পেয়ে এক বছর আগে ২০২২ সালের জুন মাসে শিশুপুত্রকে কোলে নিয়ে ইডি দফতরে হাজির হয়েছিলেন রুজিরা। পরে তাঁকে দিল্লিতেও তলব করা হয়।

Most Popular