HomeBengalকালো আকাশ, টানা বৃষ্টিতে ডুবতে পারে এলাকা, আর কতদিন চলবে বৃষ্টি জেনে...

কালো আকাশ, টানা বৃষ্টিতে ডুবতে পারে এলাকা, আর কতদিন চলবে বৃষ্টি জেনে নিন…

- Advertisement -

কলকাতা: সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশের মুখ ভার। তবে শুধু মেঘলা আকাশই নয় সেই সঙ্গেই সকাল থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে।  বৃষ্টি থামার নামই নেই। তবে বৃষ্টি হলেও অস্বস্তিকর গরম বজায় রয়েছে। অন্যদিকে । উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আবার কলকাতা-সহ রাজ্যে হতে পারে ভারী বর্ষণও।

টানা এই বৃষ্টির জেরে নিচু এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে বলেই জানানো হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে বঙ্গোপসাগরে একটি মৌসুমি অক্ষরেখা বিস্তৃত হওয়ার কারণে বঙ্গে এই বৃষ্টি। তবে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি ঘনীভূত হয়েছে তা বর্তমানে ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে।  মৌসুমি অক্ষরেখার জন্য কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনায় বৃষ্টি চলছে শুক্রবার সকাল থেকেই। আজ  শুধুমাত্র বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে বৃষ্টি কমবে। সোমবার থেকে আবহাওয়া অনেকটাই ঠিক হবে। সঙ্গে বাড়বে গরমও। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে শনি ও রবিবারে ভারী বৃষ্টির সম্ভাবনা।

সামনেই পুজো, হাতে রয়েছে মাত্র এক মাস। তার  মধ্যেই এই বৃষ্টি কেনাকাটাতে বিঘ্ন  ঘটাচ্ছে। এই মুহূর্তে এই ধরনের টানা বৃষ্টি হোক মন থেকে চাইছে না কেউই। ক্রেতা থেকে বিক্রেতা সকলেই চাইছে কেনাকাটার আবহে বৃষ্টিটা থেমে যাক। এমন এটাই দেখার বরুণদেব বঙ্গবাসীর প্রতি কবে সদয় হয়।

 

Most Popular