Home Bengal রাজ্য পুলিশের ডিজিকে রেশন দুর্নীতির তদন্তের প্রেক্ষিতে চিঠি দিল ইডি

রাজ্য পুলিশের ডিজিকে রেশন দুর্নীতির তদন্তের প্রেক্ষিতে চিঠি দিল ইডি

by Mahanagar Desk
13 views

মহানগর ডেস্ক: সম্প্রতি ইডি রেশন দুর্নীতি মামলায় চার্জশিট পেশ করেছে। এরই মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে রেশন দুর্নীতির তদন্তের প্রেক্ষিতে চিঠি দিল। অপরদিকে,রাজ্য এনফোর্স ব্রাঞ্চ গমের কালোবাজারি এবং বেআইনি মজুতদারি নিয়ে এবার অভিযান শুরু করল।

এই অভিযান চলবে রাজ্যজুড়ে। কয়েকদিন ধরে আটার দাম এমনিতেই ঊর্ধ্বমুখী। অবস্থা আরও খারাপ হতে পারে গ্রাহকেরা প্রাপ্য গম না পেলে। শুধু তাই নয় ইডি দেখবে, কোথাও গমের কালোবাজারি হচ্ছে কিনা। বেআইনি মজুতদারি হলে কোথায় হচ্ছে, কারা করছে। সূত্রের খবরে জানা গিয়েছে, বিপুল দুর্নীতির অভিযোগে রেশনের চাল এবং আটা নিয়ে রাজ্য পুলিশ এফআইআর করে তদন্ত শুরু করে নদিয়ার তিনটি থানায়।

কিন্তু পরে অভিযোগ ওঠে,পরবর্তীতে সেই তদন্ত থমকে যায়। সেই তদন্তের বিষয়ে আরও তথ্য পেতে এবং রাজ্য পুলিশ কত দূর তদন্ত করেছে, তা জানতে চিঠি দেওয়া হয়েছে বলে ইডি সূত্রে খবর। জানা গিয়েছে,রাজ্য পুলিশকেও জানানো হয়েছে চিঠি দিয়ে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে।

You may also like