Home Bengal ফাইল ডাউনলোড সংক্রান্ত মামলায় এবার ইডিকে তলব লালবাজারের

ফাইল ডাউনলোড সংক্রান্ত মামলায় এবার ইডিকে তলব লালবাজারের

by Admin
2 views

 

 

নিজস্ব সংবাদদাতা: ‘লিপস অ‌্যান্ড বাউন্ডসে’র ফাইল মামলায় ইডির ব্যাখ্যায় অসন্তুষ্ট লালবাজার। তাই এবার পাল্টা লালবাজারের তরফ থেকে মেল করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের তলব করা হয়েছে। সশরীরে লালবাজারে গিয়েই ফাইল ডাউনলোড সংক্রান্ত বিষয় নিয়ে সমস্ত কিছু ব্যাখ্যা দিতে হবে বলে জানায় লালবাজার পুলিশ। কিন্তু তলব করা সত্ত্বেও সেখানে হাজিরা হতে নারাজ ইনফোর্সমেন্ট ডিরেক্টর এর আধিকারিকরা। আর এটি সরাসরি মেল করে লালবাজার কে জানিয়ে দেয় ইডি আধিকারিকরা যে, তারা সেখানে গিয়ে হাজিরা দিতে পারবেন না, আর এই বিষয়ে আলাদা করে ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই বলেই করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর এই বিষয় নিয়ে শোরগোল পড়ে যায় বিভিন্ন মহলে, অনেকের দাবি যেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পুলিশকে তলব করলে পুলিশ হাজিরা দিতে উপস্থিত হয়, সেখানে পুলিশ যদি ইডি আধিকারিকদের তলব করেন তাহলে তদন্তের প্রয়োজনে ইডি আধিকারীকদের হাজিরা দিতে অসুবিধা কোথায়?

প্রসঙ্গত, সোমবারই ইডির তরফ থেকে ‘লিপস অ‌্যান্ড বাউন্ডস’ সংস্থার আধিকারিক চন্দন বন্দ্যোপাধ‌্যায়কে তলব করা হয়। সেখানে তাকে দীর্ঘ সময় জেরা করেন ইডি আধিকারিকেরা। সূত্র থেকে জানা যায়, কি কারণে তিনি ইডির বিরুদ্ধে লালবাজারে অভিযোগ দায়ের করেছেন? এই প্রশ্নও করা হয়। শুক্রবার ‘লিপস অ‌্যান্ড বাউন্ডসে’র অ‌্যাকাউন্টস অ‌্যাসিস্ট‌্যান্ট চন্দন বন্দ্যোপাধ‌্যায় লালবাজারের সাইবার থানায় অভিযোগ দায়ের করে জানান, তাদের অফিসে ইডি তল্লাশি চালানোর সময় ১৬ টি মাইক্রোসফট এক্সেল ফাইল ডাউনলোড করে কম্পিউটারের তথ্য বিকৃত করেছেন।

গতকালও মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ফাইল ডাউনলোড সম্পর্কে তৃণমূল ছাত্র যুব মঞ্চ থেকে আশঙ্কা প্রকাশ করেন। মমতা বলেন, “অভিষেকের কম্পিউটার থেকে এর আগে সব ফাইল বের করে নিয়েছে। তারপর নিজেরা কিছু ফাইল তৈরি করে নিয়ে গিয়েছে, আর সেগুলো ওখানে ভরে দিয়েছে নিজেদের মতো, তোমরা যদি কম্পিউটার ওস্তাদ হও। তাহলে আমরাও মাস্টার। আমরা সব বের করে নিয়েছি একেবারে টাইম ধরে, যে এগুলো তোমরা ঢুকিয়েছ। ওদের কম্পিউটারে এগুলো আগেই ছিলই না।”

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved