HomeBengalতিন বছর পর শান্তিনিকেতনের আবারও পৌষমেলা! ভার্চুয়ালি উদ্বোধন মুখ্যমন্ত্রীর

তিন বছর পর শান্তিনিকেতনের আবারও পৌষমেলা! ভার্চুয়ালি উদ্বোধন মুখ্যমন্ত্রীর

- Advertisement -

মহানগর ডেস্ক: শান্তিনিকেতনের পৌষমেলা সম্পর্কে জানেন না এমন মানুষ খুব কমই আছেন। শান্তিনিকেতনের এই মেলা বেশ বিখ্যাত। তবে করোনা ভাইরাসের জন্য তিন বছর বন্ধ ছিল এই পৌষমেলা। তবে এবার বছর তিনেক পর ফের হচ্ছে পৌষমেলা।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌষমেলার উদ্বোধন করলেন ভার্চুয়ালি। কিন্তু এবার চোখে পড়ল পার্থক্য। যেমন এবার বিশ্বভারতীর পরিবর্তে বীরভূম জেলা প্রশাসন করেছে মেলার আয়োজন।

ছাতিম তলায় বিশেষ গানের মধ্য দিয়ে পৌষমেলার উদ্বোধনের আগে সূচনা হয় পৌষ উৎসবের।বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মৌলিক সূচনা করেন উৎসবের।এরপর বিশেষ পদযাত্রার আয়োজন করা হয় ছাতিমতলা থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘উদয়ন’ বাড়ি পর্যন্ত। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি অর্থাৎ ফোনে বলেছেন, “গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, আমার মন ভোলায় রে। এই গানটি আজও আমাদের কাছে সমাদৃত এবং বিশ্বজনিন। কবিগুরুর অবদান বিশ্বের কাছে অবদান রয়েছে।” পাশাপাশি,মুখ্যমন্ত্রী এই বিষয়ে বার্তা দিয়ে বলেছেন, “কেউ রবীন্দ্রনাথ ঠাকুরের এই স্থানকে কলুষিত করুক আমরা সেটা চাই না। তাই ভালবাসার সঙ্গে, সতর্কতার সঙ্গে এই মেলা পরিচালনা করার হোক।”

প্রসঙ্গত, পৌষমেলা প্রথম বন্ধ হয়েছিল করোনার সময়।এই মেলা বন্ধ ছিল পরপর তিন বছর।বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর দিকে এর জন্য আঙ্গুলও ওঠে। বিরোধীরা অভিযোগ করে,যে তাঁর ইচ্ছা বা মেলা করার ক্ষেত্রে আগ্রহ নেই। তবে মানুষের মনে প্রথম থেকেই প্রশ্ন জেগেছিল, আদেও কি মেলা হবে এই বছর?কিন্তু অপেক্ষা শেষে সুখবর আসে! স্বয়ং জেলা প্রশাসন দায়িত্ব নেয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহ্যমণ্ডিত পৌষ মেলার।

Most Popular