HomeBengalকলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে শাহরুখ-সলমন, বড় চমক মমতার

কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে শাহরুখ-সলমন, বড় চমক মমতার

- Advertisement -

মহানগর ডেস্ক: কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল মানেই চাঁদের হাট। বাংলা সিনে ইন্ডাস্ট্রি তো বটেই উদ্বোধনী অনুষ্ঠানে মুম্বইয়ের তারকাদের পাশাপাশি আন্তর্জাতিক খ্যাতনামাসম্পন্ন বিনোদুনিয়ার ব্যক্তিত্বরাও হাজির থাকেন।

এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুম্বই সফর নিয়ে সামনে এলো বড় ঘোষণা। কাল বিকেল বেলায় অমিতাভ বচ্চনের বাড়িতে গিয়ে রাখি উৎসব সম্পূর্ণ করে বেরিয়ে এসেই মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেল। ২৯ তম কলকাতা চলচ্চিত্র উৎসব নিয়ে চাঞ্চল্যকর ঘোষণা।

আরও পড়ুন: Xi Jinping: নয়াদিল্লিতে G-20 সম্মেলন এড়িয়ে যেতে পারেন চিনা প্রেসিডেন্ট

ঠিক কী ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এদিন তিনি বলেন,”কলকাতায় বড় করে চলচ্চিত্র উৎসব হয়। অমিতাভ বচ্চনজি না এলে তো আমাদের কলকাতা চলচ্চিত্র উৎসবই হবে না। আমি আমন্ত্রণ জানিয়ে এসেছি। শাহরুখ-সলমনও আসবে। অনিল কাপুরও হ্যাঁ বলেছেন। মহেশ ভাটজিও আসেন।”

মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার মুম্বইয়ের এক সাংবাদিক বৈঠকে জানান, “এবারের কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে শাহরুখের পাশাপাশি সলমন খানও থাকতে পারেন। উদ্বোধনী অনুষ্ঠানে বলিউডের দুই মহারথীকে পাওয়া যে বাংলার দর্শক-অনুরাগীদের জন্য দারুণ হবে, তা বোধহয় আর আলাদা করে বলার প্রয়োজন পড়ে না।”

Most Popular