মহানগর ডেস্ক: বেআইনির কাজের প্রতিবাদ করায় চরম হেনস্থা হতে হল মা এবং মেয়েকে। বিধাননগর পুরসভার এলাকার বাগুইআটি কেষ্টপুর অঞ্চলের ঘটনা। স্থানীয় তৃণমূল কাউন্সিলরের দিকেই উঠেছে অভিযোগের আঙুল। ঘটনাকে কেন্দ্র করে কেষ্টপুর এলাকার ১৭ নম্বর ওয়ার্ডে।
জানা গিয়েছে, বিধাননগর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কেষ্টপুর প্রফুল্ল কানন এলাকায় বেআইনি নির্মাণের প্রতিবাদ করেন মা ও মেয়ে। সেই কারণে ওই ওয়ার্ডের কাউন্সিলর আশুতোষ নন্দীর পা পর্যন্ত ধরতে বাধ্য করা হয় মেয়ে ও মাকে। শুধু তাই নয়, কান ধরে ক্ষমা চাইতে বলা হয় তাঁদের। আরোও অভিযোগ, কাউন্সিলর ঘনিষ্ঠরা ওই মা ও মেয়েকে মারধর করেছেন।
আরও পড়ুন: আজ বিরোধীদের মেগা বোঠক! উন্মোচিত হবে নতুন লোগো
সূত্রের খবর, প্রফুল্ল কানন এলাকার বাসিন্দা অঙ্কিতা সরকার ও তাঁর মা এদিন বেআইনি নির্মাণের প্রতিবাদ করায় কাউন্সিলর সহ তাঁর ঘনিষ্ঠদের হেনস্থার শিকার হন। তাঁদের বাড়ির পাশে ‘বেআইনি’-ভাবে গড়ে ওঠা একটি বহুতল নির্মাণের প্রতিবাদ করেছিলেন দুজনে। তাতেই চরম হেনস্থা। জানা গেছে, স্থানীয় তৃণমূল কাউন্সিলর আশুতোষ নন্দী মা ও মেয়েকে তাঁর কার্যালয়ে ডেকে পাঠান। কেনো ওই নির্মাণের প্রতিবাদ করেছেন সেটা জানতে চান।
নিগৃহীতাদের অভিযোগ, অঙ্কিতাকে একটি ঘরে আটকে রেখে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। অঙ্কিতা জানান, তাঁকে একটি ঘরে আটকে রেখে কাউন্সিলরের ঘনিষ্ঠ মহিলাদের দিয়ে মারধর পর্যন্ত করা হয়েছে। প্রতিবাদ করার কারণে কাউন্সিলরের পা ধরে ক্ষমা চাইতে বাধ্য করা হয়। ঘটনার পর হুমকি পর্যন্ত দেওয়া হয় বলে অভিযোগ। আতঙ্কে রয়েছেন মেয়ে ও মা। যদিও এই প্রসঙ্গে কোন মন্তব্য করতে নারাজ কাউন্সিলর আশুতোষ নন্দী।