HomeBengalMLA হস্টেলে তৃণমূল বিধায়কের দেহরক্ষীর অস্বাভাবিক মৃত্যু

MLA হস্টেলে তৃণমূল বিধায়কের দেহরক্ষীর অস্বাভাবিক মৃত্যু

- Advertisement -

পুরুলিয়ার বান্দোয়ানের তৃণমূল বিধায়ক রাজীব লোচন সোরেনের দেহরক্ষীর মৃতদেহ উদ্ধার কলকাতার এমএলএ হস্টেলে। মৃতের নাম জয়দেব ঘরাই। ময়দান থানা ঘটনাস্থলে এসেছে তদন্তে। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তৃণমূল বিধায়কের সঙ্গে এই ঘটনার পর যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।

শনিবার সকালে কিড স্ট্রিটের এমএলএ হস্টেলের কর্মীরা একটি রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর বিধায়কদের মধ্যে ছড়িয়ে পড়ে। খোঁজ নেওয়া শুরু হয় মৃত ব্যক্তি কে। তারপর জানা যায় মৃত ব্যক্তির নাম জয়দেব ঘড়াই। তারপর জানা যায় তিনি পুরুলিয়ার বান্দোয়ানের তৃণমূল বিধায়ক রাজীব লোচন সোরেনের দেহরক্ষী।

ঘটনাস্থলে পার্কস্ট্রিট থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। এসেছে লালবাজারের হোমুসাইড শাখা। কি ভাবে হাই সিকিওরিটি এলাকায় চারতলা থেকে নীচে পড়ে জয়দীপ ঘড়াইয়ের মৃত্যু হল তার তদন্ত শুরু করেছে পার্কস্ট্রিট থানা। বন্ধ করে রাখা হয়েছে এমএলএ হস্টেলের সব গেট।

Most Popular