বিক্রম ব্যানার্জী: বিগত কয়েক বছর ধরে সশস্ত্র গোষ্ঠীর অত্যাচার ও তীব্র অশান্তির কারণে শিরোনামে উঠেছে হাইতি। ক্যারিবীয় সাগরের হিস্পানিওলা দ্বীপ রাষ্ট্রটির বিভিন্ন এলাকা বর্তমানে সশস্ত্র জঙ্গি গোষ্ঠীগুলির দখলে। যার কারণে প্রতিদিন ভয়ে ভয়ে দিন কাটাতে হয় হাইতির বাসিন্দাদের। তবে চলতি সপ্তাহে দেশটির অশান্তি চরমে উঠেছে। সূত্রের খবর, মঙ্গলবার রাষ্ট্রপুঞ্জের হেলিকপ্টার লক্ষ্য করে গুলি চালায় হাইতির সশস্ত্র বাহিনী। ফলত বাধ্য হয়ে জরুরি অবতরণ করানো হয় কপ্টারটিকে।
রাষ্ট্রপুঞ্জের কপ্টারে চলল গুলি!
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, হাইতিতে সশস্ত্র গোষ্ঠীর অত্যাচারে অতিষ্ঠ সাধারণ মানুষের উদ্দেশ্যে খাবার ও ত্রাণসামগ্রী পাঠাচ্ছে রাষ্ট্রপুঞ্জ। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের মাধ্যমে বিগত কয়েক বছর ধরে হাইতির বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী সহ প্রয়োজনীয় দ্রব্য পৌঁছে দিচ্ছে রাষ্ট্রপুঞ্জের হেলিকপ্টার। সেই উদ্দেশ্যেই মঙ্গলবার রওনা হয় একটি কপ্টার। আর সেই সময়ে রাষ্ট্রপুঞ্জের হেলিকপ্টারটিকে লক্ষ্য করে গুলি চালায় হাইতির সশস্ত্র বাহিনী। যদিও সরকারিভাবে এই বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে বেশ কিছু সংবাদ সংস্থা দাবি করেছে গুলি চালানোর পাশাপাশি জঙ্গি গোষ্ঠীগুলি পরবর্তীতে আরও বেশি করে তাদের ক্ষমতা জাহির করবে।
উল্লেখ্য, দেশের রাজধানী সহ একাধিক এলাকায় বর্তমানে শাসন করছে সশস্ত্র গোষ্ঠীগুলি। বেশ কিছুদিন আগে পর্তোপ্রাঁসের পূর্ব দিক লাগোয়া শহরের একটি বাড়ি প্রকাশ্যে জ্বালিয়ে দেয় তারা। সূত্র মারফত খবর, এই হিংসার ঘটনায় প্রায় 70 জন মানুষের প্রাণ গিয়েছে। রাষ্ট্রপুঞ্জ জানিয়েছে, সশস্ত্র গোষ্ঠী গুলির অত্যাচারে এখনও পর্যন্ত 7 লক্ষেরও বেশি মানুষ ঘরছাড়া। গত সপ্তাহের নিরিখে সংখ্যাটা প্রায় 10 হাজারের কাছাকাছি। সময় যত এগোচ্ছে দেশটিরর সশস্ত্র বাহিনী নিজেদের হিংসার আগুন আরও প্রসারিত করছে।
আরও পড়ুন: কমলার সমর্থনে ট্রাম্পকে তুলোধোনা করলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা