মহানগর ডেস্ক: অস্ট্রেলিয়ার একটা বড় অংশের মানুষের মধ্যে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশটির প্রায় 10 লক্ষের কাছাকাছি মানুষ নিজেদের সন্তানদের খাওয়াতে নিজেরা বেশিরভাগ সময়েই না খেয়ে থাকেন। অস্ট্রেলিয়ার এক প্রতিবেদনে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য।
সদ্য একটি প্রতিবেদন প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার ফুডব্যাঙ্ক। যেখানে স্পষ্ট করে বলা হয়েছে, দেশের যে সকল নাগরিকরা মাত্র 30 হাজার অস্ট্রেলিয় ডলার আয় করেন তাদের মধ্যে তীব্র খাদ্য সামগ্রীর সংকট চোখে পড়েছে। জানা গিয়েছে, অস্ট্রেলিয়ার 8 লক্ষ 70 হাজারেরও বেশি স্বল্প রোজগেরে ব্যক্তিরা প্রতিমাসে নিজেদের সীমিত আয়ে পরিবারে খাদ্যের যোগান দিতে অক্ষম।
ফুডব্যাঙ্ক অস্ট্রেলিয়ার প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, 2022 সালের তুলনায় বর্তমানে এই খাদ্য সংকট প্রায় 5 শতাংশ বৃদ্ধি পেয়েছে। মূলত একক অভিভাবকের পরিবারগুলির দুই তৃীয়াংশেরও বেশি পরিবার গুরুতর খাদ্য সংকট ভোগ করছেন। যদিও এই পরিস্থিতির জন্য ফুডব্যাঙ্ক অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিয়ানা কেইসি এই পরিবার গুলিকেই নিশানায় এনেছেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, অল্প আয়ের মধ্যে দিয়ে প্রতি মাসে অতিরিক্ত ব্যয় হলে পরিবারগুলি খাদ্য সংকটে ভুগবে এ বিষয়ে আগেই সতর্ক করা হয়েছিল। তিনি আরও বলেন, এমন অনেক পরিবার রয়েছে যাদের রোজগার অনেক কম তবে তারা ওই সীমিত আয়ের মধ্যে দিয়েও বিলাসিতা করতে বাদ রাখেনি। কাজেই অল্প আয় হলে ব্যয়ও সেই মত করা উচিত নইলে এই সমস্যা তো আসবেই।
আরও পড়ুন: বাবাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন পাকিস্তান মহিলা দলের অধিনায়ক, আবেগী হলেন দর্শকরাও
প্রসঙ্গত, প্রতিবেদন সূত্রে খবর, অতিরিক্ত বিদ্যুৎ বিল, বাড়িভাড়া, মাত্রা ছাড়ানো খাদ্য সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দামের কারণে দৈনিক খাদ্য থালিতে টান পড়ছে সকলের। আর সেই কারণেই বেশিরভাগ পরিবার ত্রাণ সংস্থাগুলির দ্বারস্থ হচ্ছেন বলেই খবর। যদিও পরিস্থিতি দ্রুত উন্নতির আশ্বাসও মিলেছে।