HomeWorldG20 শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে আসবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

G20 শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে আসবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার এই তথ্য দিয়ে জানিয়েছেন,  "আমরা আশা করছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠকও হবে।"

- Advertisement -

নয়াদিল্লি: আগামী সেপ্টেম্বরে ভারতে বসতে চলেছে জি-২০ শীর্ষ সম্মেলনের আসর। ভারতে আসবেন বিশ্বের সমস্ত প্রথম সারির নেতারা। এবারে জি-২০ প্রেসিডেন্সির দায়িত্ব পড়েছে ভারতের কাঁধে। আর কয়েকটাদিনই বাকি তাই শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। এর মধ্যেই বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াস জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৯ ও ১০ সেপ্টেম্বর জি-২০ সম্মেলনে যোগ দেবেন। অর্থাৎ শেখ হাসিনা (Sheikh Hasina) আসছেন ভারতে।

বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার এই তথ্য দিয়ে জানিয়েছেন,  “আমরা আশা করছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠকও হবে।” জানিয়ে রাখা ভাল, প্রগতি ময়দানের অত্যাধুনিক ভারত মন্ডপম কনভেনশন সেন্টারে ৯ সেপ্টেম্বর এবং ১০ সেপ্টেম্বর ভারতের রাজধানীতে G20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে৷ এই বৈঠকে যোগ দিতে ভারতে আসবেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, চিনের প্রধানমন্ত্রী শি জিনপিং, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সহ অনেক রাষ্ট্রপ্রধান এবং কূটনীতিক।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  তাঁর রেডিও সম্প্রচারের সর্বশেষ অনুষ্ঠান “মন কি বাত” থেকে বলেছেন,  ভারত G20 শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। তিনি আরও বলেছেন,   আগামী মাসে G20-এর ভারতের সভাপতিত্বে আয়োজিত শীর্ষ সম্মেলন বিশ্বকে দেশের সম্ভাব্যতা এবং ক্রমবর্ধমান বৈশ্বিক বৃদ্ধি সম্পর্কে একটি অন্তর্দৃষ্টি দেবে। জানিয়ে রাখা ভাল, এই শীর্ষ সম্মেলনের সভাপতিত্ব দেখে অনেকেই ভারতের প্রশংসা করেছেন।

 

Most Popular