HomeWorldCanada Stands By Own Stand: খালিস্তানি জঙ্গি হত্যায় ভারতের বিরুদ্ধে অভিযোগে অনড়...

Canada Stands By Own Stand: খালিস্তানি জঙ্গি হত্যায় ভারতের বিরুদ্ধে অভিযোগে অনড় কানাডা

- Advertisement -

মহানগর ডেস্ক: ভারতের সঙ্গে তিক্ততার সুর চড়িয়ে বৃহস্পতিবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর হত্যায় ভারতের ভূমিকা নিয়ে তাঁরা তাঁদের অবস্থানে অনড় রয়েছেন (Canada Stands By Own Stand)। তাঁর বিস্ফোরক মন্তব্য, ঘটনাটি বিশ্বাস করার যুক্তিগ্রাহ্য কারণ তাঁদের রয়েছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসঙ্ঘে কানাডার পার্মানেন্ট মিশনে সাংবাদিক বৈঠকে ট্রুডো বলেন সোমবার তিনি যা বলেছিলেন, সেই কানাডার মাটিতে খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরকে হত্যায় ভারতের যোগ থাকার বিশ্বাস করার মতো যুক্তিগ্রাহ্য প্রমাণের দাবি থেকে তাঁরা সরছেন না।

বিশ্বে একটি দেশের আইনের প্রেক্ষিতে চরম মৌলিক গুরুত্ব হল…। কানাডার বলিষ্ঠ ও স্বাধীন বিচারকের প্রক্রিয়া রয়েছে। দু দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তিক্ততা নিয়ে ট্রুডো তাঁরা ভারত সরকারকে গুরুত্ব নিয়ে বিষয়টি দেখার অনুরোধ করছেন তাঁরা। এ ব্যাপারে স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা এবং সুবিচার নিশ্চিত করার আবেদন করছে কানাডা। এদিন সকালে ভারতের বিদেশমন্ত্রক জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কানাডার অভিযোগ খারিজ করে দিয়েছেন। তিক্ততার জেরে ইতিমধ্যেই কানাডা ভারতের এক প্রবীণ কূটনীতিককে বহিষ্কার করেছে। পাল্টা কানাডার কূটনীতিককে বহিষ্কার করেছে ভারত।

Most Popular