HomeWorldএকসাথে 38টি কুকুর নিয়ে ভ্রমন, গড়লেন ওয়ার্ল্ড রেকর্ড

একসাথে 38টি কুকুর নিয়ে ভ্রমন, গড়লেন ওয়ার্ল্ড রেকর্ড

- Advertisement -

বিক্রম ব্যানার্জী: ছোট থেকেই কুকুর পোষার খুব শখ, পরবর্তীতে সেই শখ হয়ে ওঠে চারপেয়দের ভাল থাকার কারণ। প্রতিটি কুকুর যাতে নিরাপদে থাকতে পারে তা নিয়ে প্রচারও চালিয়েছেন অনেক। নিয়মিত তাদের খেতে দেওয়া থেকে শুরু করে, স্বাস্থ্য পরিচর্যা সবকিছুতেই নিপুন ছিলেন তিনি। নিয়ম করে প্রাণীগুলিকে নিয়ে ভ্রমণেও বেড়ানো হত। আর এই অভ্যাসই তাকে বিশ্ব রেকর্ড গড়তে সাহায্য করল। কার কথা বলা হচ্ছে? কানাডার বাসিন্দা মিচেল রুডির। একসাথে 38 টি কুকুর নিয়ে হাফ মাইলের বেশি পথ ভ্রমণ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম জড়ালেন এই ব্যক্তি। 

38 টি কুকুর নিয়ে বিশ্ব রেকর্ডে এখন রুডির নাম

স্থানীয় কুকুরদের দেখাশোনা করার জন্য প্রচার চালিয়েছেন বহুবার। নিজেও একাধিক কুকুরকে দত্তক নিয়েছেন মিচেল রুডি। প্রতিদিন নিয়ম করে তাদের নিয়ে দৌড়াতে যেতেন তিনি। তবে একজন দুজন নয়, এক সঙ্গে 38 টি কুকুর থাকত তার সাথে। প্রত্যেকেই রুডির সাথে পায়ে পা মিলিয়ে দৌড়াত। তবে এই কাজ করে যে বিশ্ব রেকর্ড করা যায় একথা কল্পনাতেও ভাবেননি ওই ব্যক্তি। যদিও সেই চমৎকার ঘটতে খুব একটা বেশি সময় লাগেনি। বর্তমানে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম দেখে যথেষ্ট খুশি হয়েছেন কানাডার বাসিন্দা মিচেল। 

মিচেল রুডির বক্তব্য 

কুকুরদের নিয়ে বিশ্ব রেকর্ড প্রসঙ্গে রুডি জানান, তার পালিত পোষ্য গুলিকে তিনি প্রচন্ড ভালবাসেন। তাদের মধ্যে বেশ কয়েকটি কুকুর পাপি মিল ইন্ডাস্ট্রি থেকে আনা হয়েছে। যেখানে সাধারনত প্রাণী গুলিকে লালন পালন করে তাদার মাংস বিক্রি করা হতো বাজারে। এই খবর জানতে পেরে সেখান থেকে চারপেয়েদের উদ্ধার করেন রুডি। এরপরই তিনি বলেন, কোরিয়াসহ বিশ্বের একাধিক দেশে কুকুরের মাংস খাওয়ার চল রয়েছে। আর সেখানেই এদের বিক্রি করা হত। যা সামনে আসতেই এক সংস্থার সহযোগিতায় প্রভু ভক্তদের উদ্ধার করতে ছুটে যান রুডি। তবে সেক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের যথেষ্ট আপত্তির মুখে পড়তে হয়েছিল তাদের।

প্রসঙ্গত, 38 টি কুকুরকে সঙ্গে নিয়ে প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি পথ অতিক্রম করার পর বিশ্ব রেকর্ডে নাম তুলেছেন রুডি। তবে তার আগে এই রেকর্ড ছিল দক্ষিণ কোরিয়ার গোয়েসান কাউন্টির এক ব্যক্তির নামে। একসাথে 36টি কুকুর নিয়ে ভ্রমনে বের হতেন তিনি। তবে তা এখন অতীত। সকলকে ছাপিয়ে মিচেল রুডি নামটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে সবার শীর্ষে জায়গা পেয়েছে। 

আরও পড়ুন: মোহনবাগানকে গোল খাওয়াতে গলদঘর্ম অবস্থা লাল হলদুদের, ডার্বিতে হারের কারণ সেই রক্ষণভাগ

Most Popular