HomeWorldকরাচির হাসপাতালে ভর্তি মুম্বাই হামলার মাথা দাউদ ইব্রাহিম, বিষ দিয়ে মারার চেষ্টা

করাচির হাসপাতালে ভর্তি মুম্বাই হামলার মাথা দাউদ ইব্রাহিম, বিষ দিয়ে মারার চেষ্টা

- Advertisement -

মহানগর ডেস্ক: মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণ হামলার মূলচক্রী দাউদ ইব্রাহিম ভর্তি হাসপাতালে।১৯৯৩ সালে মুম্বই ধারাবাহিক বিস্ফোরণ মামলার অন্যতম হোতা ‘দাউদ’ ইন্ডিয়ার নম্বর ওয়ান ওয়ান্টেড অপরাধী। সূত্রের খবরে জানা গিয়েছে, শরীরে বিষক্রিয়ার জেরেই তাঁকে করাচির হাসপাতালে ভর্তি করতে হয়েছে। গোটা হাসপাতাল মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তায়।

জানা গিয়েছে, আন্ডারওয়ার্ল্ড ডনের অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই পাকিস্তান জুড়ে ইন্টারনেট পরিষেবাও ব্যাহত হচ্ছে। তবে সরকারিভাবে কিছু জানানো হয়নি,দাউদের অসুস্থতা নিয়ে। উল্লেখ্য, পাকিস্তানে বসবাসকারী বেশ কয়েকজন জঙ্গি নেতার মৃত্যু হয়েছে গত কয়েকমাস ধরেই।তাঁরা ভারতবিরোধী বলেই পরিচিত ছিলেন।এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহল দাউদের অসুস্থতার খবরে তোলপাড়। সূত্রের খবরে জানা গিয়েছে, দাউদ গত দুদিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন।তাঁর জন্য হাসপাতালের একটি ফ্লোর একেবারে খালি করে দেওয়া হয়েছে।দাউদের সঙ্গে চিকিৎসক ও পরিবারের একেবারে ঘনিষ্ঠরা ছাড়া কেউই দেখা করতে পারছেন না। প্রাথমিকভাবে খবর, বিষ খাওয়ানো হয়েছে কুখ্যাত ডনকে। তাঁর শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক বলেই সূত্রের খবর। যদিও এই নিয়ে কিছুই বলা হয়নি দাউদের পরিবার বা করাচির হাসপাতালের তরফে।

গোটা পাকিস্তান জুড়ে দাউদের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে ইন্টারনেট পরিষেবায় কড়াকড়ি। লাহোর, ইসলামাবাদ, করাচির মতো দেশের প্রধান শহরগুলোতেও ধীর গতিতে চলছে ইন্টারনেট। রাত আটটার পরে ইন্টারনেট পরিষেবা কার্যত বন্ধ হয়ে যাচ্ছে। ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সোশাল মিডিয়াও কাজ করছে না।পাশাপাশি, ওয়াকিবহাল মহলে পাক প্রশাসনের এমন পদক্ষেপের পরই দাউদের অসুস্থতা নিয়ে জল্পনা আরও বাড়ছে।

Most Popular