মহানগর ডেস্ক: অলৌকিক ছাড়া আর কি বলবেন। কারণ চিকিৎসা শাস্ত্রে এমন বিরল ঘটনা আগে কখনও ঘটেছে কিনা, তা বলা অসম্ভব। অতি জটিল অস্ত্রোপচারের মাধ্যমে দুর্ঘটনায় ঘাড় থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যাওয়া এক বারো বছরের বালকের মাথা জুড়ে আগের জায়গায় ফিরিয়ে দিলেন ইজরায়েলের চিকিৎসকরা (Doctors Reattached The Head Of Boy)। বাই সাইকেল চালানোর সময় চলন্ত গাড়ির সঙ্গে ধাক্কা লেগে ঘাড় থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ওই বালকের মাথা। তার খুলি মেরুদণ্ডের অস্থিসন্ধি থেকে আলাদা হয়ে যায়। ওই ঘটনাকে বিজ্ঞানের ভাষায় বাইল্যাটারাল আটলান্টো ওক্সিপিটাল জয়েন্ট ডিসলোকেশন বলা বয়। দুর্ঘটনার পর বালকটিকে হাদাস্সা মেডিকেল সেন্টারে বিমানে করে নিয়ে আসা হয়। সেখানে জরুরি অস্ত্রোপচার বিভাগে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান ওই বালকটির মাথা পুরোপুরি ঘাড় থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। চিকিৎসার তদারকি করা ড. ওহাদ এইনাভ টাইমস অব ইজরায়েলকে জানান বিচ্ছিন্ন হয়ে যাওয়া মাথা জুড়তে বেশ কয়েক ঘণ্টা লেগে যায়। ক্ষতিগ্রস্ত অঞ্চলে নতুন করে প্লেট লাগিয়ে প্রয়োজনমতো সেটি ঠিকমতো বসাতে প্রাণপাত করেন চিকিৎসকরা।
এইনাভ জানান শিশুটিকে বাঁচাতে তাঁদের নিজেদের অর্জিত জ্ঞান ও অতীব উদ্ভাবনী প্রযুক্তিকে অস্ত্রোপচারের সময় অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজে লাগানো হয়। শিশুটির জীবন বাঁচাতে প্রাণপণ লড়াই চালান চিকিৎসকরা। সার্জেনরা স্বীকারও করেন শিশুটির জীবন বাঁচানো অলৌকিক ঘটনা ছাড়া কিছু নয়। বালকটির পঞ্চাশ শতাংশ বাঁচার সম্ভাবনা ছিল। সেই অবস্থা থেকে তাকে বাঁচিয়ে তোলা হয়েছে। দুরূহ অস্ত্রোপচারটি গত মাসে হলেও চিকিৎসকরা তখনই তা জানাননি। সম্প্রতি বালকটিকে সার্ভিকাল স্প্লিন্ট লাগিয়ে হাসপাতাল থেকে ছাড়া হয়। তার ওপর এখনও নজরদারি চালিয়ে যাবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ড.এইনাভ জানিয়েছেন এ ধরণের একটি শিশুর কোনও স্নায়ুসংক্রান্ত সমস্যা বা সেনসরি অথবা মোটর ডিসফাংশন নেই। সে এখন স্বাভাবিকভাবেই সবকিছু করতে পারছে। কোনও সাহায্য ছাড়াও শিশুটি হাঁটাচলা করতে পারছে। তিনি জানান বিরলতম অস্ত্রোপচারে বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রয়োজন। এটি কোনওভাবেই সাধারণ অস্ত্রোপচার ছিল না। বিশেষ করে শিশু বা কিশোরে বয়েসের ক্ষেত্রে তো নয়ই। অস্ত্রোপচারের সময় একমুহূর্তের জন্যও শিশুটির বাবা তাকে এক মুহূর্তে ছেড়ে যাননি। বারবার ধন্যবাদ জানিয়েছেন তাঁর ছেলেকে বাঁচানোর জন্য। সত্যি ঘটনা হল চিকিৎসকদের হাতযশে সাক্ষাৎ মৃত্যুর দরজার ফিরে এসেছে তাঁর ছেলে, যা একরকম অসম্ভব ছিল।