HomeWorldপাকিস্তানে লাইভ হোক চন্দ্রযান-৩'র ল্যান্ডিং, আবেদন পাক নেতার

পাকিস্তানে লাইভ হোক চন্দ্রযান-৩’র ল্যান্ডিং, আবেদন পাক নেতার

- Advertisement -

মহানগর ডেস্ক: হঠাৎ সুর বদল করলেন প্রাক্তন পাক মন্ত্রী ফাওয়াদ চৌধুরী। ভারতের চন্দ্র যান অভিযান নিয়ে ইতিপূর্বে মজা উড়িয়েছিলেন তিনি। একসময় তিনি বলেছিলেন, “চাঁদ তো দেখাই যায়, ওখানে গিয়ে কী হবে!” এবার সেই মানুষটিই কিনা ভারতের মহাকাশ বিজ্ঞান গবেষণা সংস্থার প্রশংসায় পঞ্চমুখ। এমনকি চন্দ্রযান-৩’র লাইভ ল্যান্ডিং পাকিস্তানে দেখানোর আবেদন করেছেন তিনি।

চাঁদের দক্ষিণ মেরুতে ভারতের চন্দ্রযান ৩ আজ অবতরণ করতে চলেছে। এবার এই ঘটনাকে ‘সমগ্র মনুষ্যজাতির জন্য গর্বের মুহূর্ত’ বলে বর্ণনা করলেন পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী ফাওয়াদ চৌধুরী। উল্লেখ্য, ইমরান খানের সরকারে আমলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ছিলেন ফাওয়াদ। এর আগে চন্দ্রযান অভিযান নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, “চাঁদ তো দেখাই যায়, ওখানে গিয়ে কী হবে!” তাঁর এই মন্তব্য নিয়ে বেশ হাসি ঠাট্টা হয়েছিল সেই সময়।

আরও পড়ুন:পুরুষত্বের প্রমাণ দিতে হয়েছিল স্বপ্নদ্বীপকে, অভিযুক্তদের জেরায় প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য 

সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি ফাওয়াদ চৌধুরী লেখেন, “কালকে চন্দ্রযান ৩-এর অবতরণ ৬টা ১৫ মিনিটে (পাক সময়ে)। পাকিস্তানি মিডিয়ার কাছে আমার আবেদন। এই মুহূর্তের ভিডিয়ো যেন লাইভ দেখানো হয় টিভিতে। এটা পুরো মানবজাতি, বিজ্ঞান মহল এবং ভারতের মহাকাশ গবেষকদের জন্য গর্বের মুহূর্ত। অনেক শুভেচ্ছা”। পাক মিডিয়ার কাছে তাঁর আবেদন, চন্দ্রযান ৩-এর অবতরণ লাইভ দেখানো হয়।

চন্দ্রযান ৩-এর উৎক্ষেপণের সময়ও ফাওয়াদ ইসরো এবং ভারতকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছিলেন। কিন্তু ২০১৯ সালে চন্দ্রযান ২ মিশনের সময়, ভারতের অভিযানকে কটাক্ষ করতে শোনা গিয়েছিল তাঁর মুখে। সেই সময় ইমরানের সরকারের বিজ্ঞান ও প্রযুক্ত বিষয়ক মন্ত্রী ছিলেন ফাওয়াদ। তিনি তখন বলেছিলেন, “অজানা জায়গায় গিয়ে এত টাকা খরচ করার কোনও মানে হয় না।” ভারতের চন্দ্রযান সফলভাবে উৎক্ষেপণের পর চাঁদের মাটিতে পা রাখতে চলেছে এবার। তাতেই সুর বদল করেছেন ফাওয়াদ।

Most Popular